শিরোনাম
◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে ◈ গণতান্ত্রিক অধিকার রক্ষায় জুলাই স্মারক স্বাক্ষরিত হচ্ছে : মির্জা আব্বাস ◈ ‘জুলাই সনদ’ স্বাক্ষরে প্রধান উপদেষ্টা ইউনূস: বাংলাদেশের ঐক্য সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি নিজেকে ঠিক করার চেষ্টা করছি, বললেন শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে নারায়ণগঞ্জ একাডেমি স্কুলে এক অনুষ্ঠানের আয়োজনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান এ কথা বলেন।

তিনি বলেন, আমি নিজেকে ঠিক করার চেষ্টা করছি। কিন্তু আমি এখনও মানসিকভাবে সুস্থ হতে পারিনি। কিছু জিনিস মেনে নেওয়া যায় না দুনিয়াতে। রাজনীতিতে অনেক সময় এমনও হয়েছে যে, আমাকে অনেকে খুব কাছ থেকে গুলি করেছে, আমি আবার তাদের সাথে মিলেমিশে কাজ করেছি। আমি কিছু মনে করি নাই।

সাংবাদিকদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ’৯৬-তে এমপি হয়েছি, আমার বাসায়ও তারা এসেছে। আপনাদের সাংবাদিকতাও রাজনীতির মতোই। যখন ধাক্কা আসবে তা একা মোকাবিলা করতে হবে। সেই সাহস নিয়ে সাংবাদিকতা করুন। আপনার সাহস সেই জায়গায় থাকতে হবে যে, ‘আপনার ভাগ্য আপনার কানে এসে বলবে, সামনে কঠিন ঝড় আসছে তুমি সরে যাও। ’ আপনার সাহস থাকতে হবে যে, আপনি বলবেন ‘আমিই হচ্ছি ঝড়, সুতরাং আমার সামনে কোনো ঝড় আসবে না’। এই মানসিকতা থাকলে আপনি সাংবাদিকতা করতে পারেন, আমি রাজনীতি করতে পারি।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো পার্সোনাল বিপদে কিছু করার থাকলে আমাদের জানাবেন। আমরা গোপনে চেষ্টা করব। গত পরশু দিন আমার স্ত্রী আড়াই বছরের একটি বাচ্চার ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। সে এখন ভালো আছে। সারা বাংলাদেশ থেকে যে কয়েকটা নাম গেছে মানবতার মা হিসেবে, সেখানে আমার স্ত্রীর নামও আছে। এটা আমার স্ত্রী আশা করেনি, আমিও আশা করিনি। আমার কেন যেন মনে হয়, এই দুনিয়ায় আমি বেশি দিন নেই। কেউ যদি আমার কারণে মনে কষ্ট পেয়ে থাকেন, আমি মাফ চেয়ে নিচ্ছি। দোয়া করবেন যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আবদুস সালাম, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট আহসান সাদিক, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি হাসান উল রাকিব, নিউজ টুয়েন্টিফোরের দিলীপ মন্ডল, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ও নিউজ টুয়েন্টিফোরের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়