সাকিবুল আলম: [২] সোমবার নাসা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৩ সালে চাঁদে বরফের অস্তিত্ব খুঁজতে রোভার পাঠাবে তারা। চাঁদের দক্ষিণ মেরুতে বরফ কিংবা পানি আছে কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হবে। ইয়ন
[৩] রোভারটি অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুর নোবাইল ক্রেটার নামের একটি অঞ্চলে। চাঁদের পৃষ্ঠের ঠিক নিচেই জল বরফের অস্তিত্ব আছে বলে ধারণা করছে নাসার গবেষকরা।
[৪] এই জল বরফগুলো পরবর্তীতে রকেটের জ্বালানিতে রুপান্তরিত হবে বলে জানিয়েছে নাসার বিজ্ঞানীরা। যা পরবর্তীতে মঙ্গলগ্রহ কিংবা তার চেয়ে দূরবর্তী স্থানে অভিযান পরিচালনা করতে ব্যবহৃত হবে।
[৫] চাঁদে প্রেরণের জন্য নির্ধারিত রোভারটির নাম ভোলাটাইল ইনভেসটিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার বা সংক্ষেপে ভাইপার।
[৬] নাসার প্ল্যানেটরি সায়েন্স বিভাগের পরিচালক লরি গ্লেজ জানিয়েছেন, অন্য কোনো ক্ষুদ্রাকৃতির মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে চাঁদের নোবাইল ক্রেটার নামক অঞ্চলটি। তিনি আরো বলেন, নোবাইল ক্রেটার এই সৌরমণ্ডলের সবচেয়ে শীতলতম অঞ্চলগুলোর একটি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।