মিনহাজুল আবেদীন: [২] করোনাভাইরাস মহামারি মোকাবিলায় অক্টোবর থেকে আবারো টিকা রপ্তানি করার ঘোষণা দিয়েছে ভারত। ডিবিসি টিভি
[৩] সোমবার (২০ সেপ্টেম্বর) দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মান্ডভিয়া এ ঘোষণা দেন।
[৪] ভারতের টিকা পাওয়ার ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলো অধিক গুরুত্ব পাবে বলেও তিনি জানান। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ যেসব দেশে আবার টিকা পাঠানো হবে, তার পুরোটাই হবে পুনের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। বাংলানিউজ ২৪
[৫] ভারত থেকে কোভিশিল্ড টিকা কেনার চুক্তি করেছিলো বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, ফেব্রুয়ারিতে টিকা পাঠানো শুরুও করেছিলো ভারত। তবে এপ্রিল মাসে দেশটিতে করোনা পরিস্থিতির অবনতি হলে টিকা পাঠানো বন্ধ করে দেয়া হয়। বাংলা ট্রিবিউন
[৬] এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারতের কাছে বাংলাদেশের দুই কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওনা রয়েছে।