শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে সাংবাদিক ও ব্যবসায়ী পারভেজকে রড দিয়ে পিটিয়ে জখম

মো. আল-আমিন: [২] শরীয়তপুরে দোকানে ঢুকে সাংবাদিক ও ব্যবসায়ী রোকনুজ্জামান পারভেজ (৪০) নামে এক সাংবাদিককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার ওপর হামলা চালানো হয় বলে জানাগেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

[৩] জানা যায়, আহত রোকনুজ্জামান পারভেজ এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

[৪] ওই সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে রোকনুজ্জামান পারভেজ শরীয়তপুর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় ২০/২৫ জন মিলে এক নারীকে রড, লাঠি দিয়ে মারধর করছিল। এক পর্যায়ে তার দোকানে আশ্রয় নেন ওই নারী। তখন ওই হামলাকারীরা আসলে তাদের দোকান থেকে বের হতে বলেন পারভেজ। আর ঘটনাটি ভিডিও করার সময় পারভেজকে কিল-ঘুষি ও রড দিয়ে পিটিয়ে জখম করেন তারা।

[৫] হামলাকারীরা শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের আবুল কাশেমের ছেলে নাজমুল ও নাঈমের অনুসারী বলে অভিযোগ করেন পারভেজ। এব্যাপারে আবুল কাশেম বলেন, ‘আমি এই ব্যাপারে কিছু জানিনা। যদি আমার ছেলেরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে; তবে তাদের বিচার করা হোক।’

[৬] এব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুমন কুমার পোদ্দার জানান, পারভেজের ঘাড়ে আঘাত করা হয়েছে। আরও কিছু সময় পার না হলে তার সঠিক অবস্থা বলা যাবে না।

[৭] এব্যাপারে পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, আহত অবস্থায় রোকনুজ্জামান পারভেজকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও এব্যাপারে শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়