শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু ও মহামারী এজেন্ডা নিয়ে বিশ্বমঞ্চে আসছেন বিশ্বনেতারা

লিহান লিমা: [২] জাতিসংঘের ৭৬তম বার্ষিক সাধারণ সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যেই নিউইয়র্ক পৌঁছেছেন কয়েক ডজন বিশ্বনেতা। এই সম্মেলনে মহামারী এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যায় একটি উচ্চাভিলাষী চুক্তির তাগিদ দেয়া হবে বলে জানা গিয়েছে। আলেচ্যসূচীর কেন্দ্রে স্থান পাবে আফগানিস্তান ইস্যুও। রয়টার্স

[৩] গত বছর মহামারীর কারণে ভার্চুয়ালি হয়েছিলে জাতিসংঘ সম্মেলন। তবে এবারও টিকার অসমতার কারণে ১৯৩টি দেশের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ দেশ ( বেশিরভাগই নিম্নআয়ের) ভিডিও বার্তা পাঠাবে।

[৪] জাতিসংঘ সম্মেলন করোনার ‘সুপার স্প্রেডার’ হতে পারে এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র নিউইয়র্কে বিশ্বনেতাদের সরাসরি যোগদানে প্রথমে বাধা দেয়ার চেষ্টা করেছিলো। জাতিসংঘ সম্মেলনে যোগ দেয়া বিশ্বনেতাদের টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে বলেছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। এছাড়া জাতিসংঘ ভবনের বাহিরে টিকাদান কেন্দ্র স্থাপন করেছে জনসন এন্ড জনসন।

[৫] জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আগামী বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের ৭০ভাগ নাগরিককে টিকার আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য জোর দিচ্ছেন। বিশ্বব্যাপী দেয়া করোনার ৫৭০ কোটি ডোজের মধ্যে মাত্র ২ শতাংশ আফ্রিকায় দেয়া হয়েছে। গুতেরেস বলেছেন, ‘আমরা চাই বিশ্বব্যাপী একক টিকা কর্মসূচী এবং যারা ক্ষমতাবান তারা তাদের সামর্থ্যকে টিকায় সমতা আনার কাজে ব্যবহার করবেন।

[৬]সোমবার জাতিসংঘ প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ২৬ সম্মেলন নিয়ে একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে সম্মেলন সপ্তাহ শুরু করবেন। গত সপ্তাহে গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা অতল গহ্বরের দ্বারপ্রান্তে চলে এসেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়