শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টির পর আইপিএলেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই সংস্করণে ভারতের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন বিরাট কোহলি। এবার আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন তিনি।

[৩] চলতি আইপিএলের পর আর বেঙ্গালুরুর নেতৃত্বে দেখা যাবে না কোহলিকে। করোনার কারণে গত মার্চে বন্ধ হয়ে যাওয়া আইপিএল ফের মাঠে ফিরেছে রোববার। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল পুনরায় মাঠে গড়ানোর দিনেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন কোহলি।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের দেওয়া ভিডিও বার্তায় কোহলি বলেন, সতীর্থদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটাই বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর হতে যাচ্ছে।

[৫] ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। নেতৃত্ব দিচ্ছেন ২০১৩ সাল থেকে। দীর্ঘদিনের এই দায়িত্ব থেকে সরে আসার কারণ সম্পর্কে কোহলি বলেন, বেশ কিছু দিন ধরেই এটা আমার ভাবনায় ছিল। অনেক বছর ধরেই আমার ওপর চাপ অনেক বেশি। আর তা কমাতেই সম্প্রতি আমি ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।

[৬] আমি আমার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সতেজ হয়ে, ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে কীভাবে আমি এগিয়ে যেতে চাই, সেই ব্যাপারে পরিষ্কার হতে আমার এই নির্ভার হওয়াটা দরকার। কোহলি এও জানিয়েছেন নেতৃত্ব ছাড়লেও বেঙ্গালুরু ছাড়ার কথা ভাবছেন না তিনি, ‘ম্যানেজমেন্টকে বলেছি, বেঙ্গালুরু ছাড়া আর কোনো দলের কথা ভাবছি না। প্রথম দিন থেকেই আমি এই দলের হয়ে খেলার জন্য নিবেদিত, আইপিএলে আমার শেষ ম্যাচ পর্যন্ত তাই থাকব। - জি নিউজ/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়