আখিরুজ্জামান সোহান: [২] ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা নামের একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে, এই রিপোর্ট লেখা পর্যন্ত, আগ্নেয়গিরিটি থেকে প্রচন্ড গতিতে লাভা বেরিয়ে আসছে। এসব লাভা দ্বীপের দক্ষিণে কুম্ব্রে ভিয়েজা জাতীয় উদ্যান থেকে শুরু করে আশেপাশের কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পরার পাশাপাশি বাতাসে ধোঁয়া এবং ছাইয়ের পরিমান ব্যাপক হারে বেড়ে গেছে।
সোর্স: রয়টার্স ফেসবুক লাইভ