শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পরিকল্পিত ও বাসযোগ্য আবাসন গড়ে তোলাই বর্তমান সরকারে লক্ষ্য : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

স্বপন দেব : [২] প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেছেন সবার জন্য সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর,পরিকল্পিত ও বাসযোগ্য গড়ে তোলাই বর্তমান সরকারে অন্যতম লক্ষ্য।

[৩] রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহিতে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিদর্শন ও চারা গাছ রোপন শেষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] মুখ্য সচিব আরো বলেন,মুজিবশতবর্ষ উপলক্ষে সরকার ঘর নাই, বাড়ি নাই এমন পরিবারগুলোকে মাথা গোঁজার ঠাই করে দিতে দেশব্যাপী গৃহহীনদের জমিসহ গৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নেয়।

[৫] এ সময় উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি),উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ,স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শনকালে সচিব উপকারভোগীদের সাথেও কথা বলেন।

[৬] উল্লেখ্য আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহিতে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহহীনদের জন্য তৈরি নতুন ঘর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়