শরীফ শাওন: [২] ঢাকা মহানগরসহ সারা দেশে নিয়মিত পণ্য তেল, চিনি, মশুরির ডালের পাশাপাশি পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। টিসিবির ট্রাকসেল ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে মাসব্যাপী।
[৩] রোববার টিসিবি কর্তৃপক্ষ জানায়, প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকায়, চিনি ৫৫ টাকায়, মশুর ডাল ৫৫ টাকায় ও প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একজন গ্রাহক সর্বোচ্চ ৩ কেজি পেঁয়াজ, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মশুরির ডাল কিনতে পারবেন।
[৪] ঢাকায় ট্রাক সেলের নির্ধারিত স্থানগুলো হলো সচিবালয়ের গেইট, প্রেসক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্সল্যাব মোড়, নিউমার্কেট বা নীলক্ষেত মোড়, শ্যামলী, ঝিগাতলা মোড়, খামারবাড়ি, ফার্মগেইট, কলমীলতা বাজার, কচুক্ষেত, তালতলা, উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুর মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রী আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরেরপুল বাজার, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ গোলচত্বর, আশকোনা হাজি ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া।
[৫] এছাড়া, টিসিবির পরিবেশকরা ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, বাকি ছয়টি বিভাগীয় প্রতি শহরের পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (পণ্য থাকা সাপেক্ষে) টিসিবির নির্ধারিত পণ্য বিক্রি করবেন।