স্পোর্টস ডেস্ক : [২] টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতিস্বরূপ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে কোহলিরা। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। তার আগে ১৮ অক্টোবর ইংল্যান্ড, এবং ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেবে বিরাট কোহলিরা। দুবাইয়ে সন্ধ্যে সাড়ে সাতটায় ভারত-ইংল্যান্ড ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দুপুর সাড়ে তিনটের সময়। দুটো ওয়ার্ম আপ ম্যাচই টিভিতে স¤প্রচারিত হবে।
[৩] কোভিড বিধি মেনেই মরুশহরে বিশ্বকাপ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। অতিমারির জন্য ভারত থেকে সরিয়ে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ওখানকার পিচের কথা মাথায় রেখেই দলে একাধিক স্পিনার রাখা হয়েছে। তিন বছর পর দলে ফিরেছেন রবিচন্দ্রন আশ্বিন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচে টিম কম্বিনেশন নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেরা ফেলবেন কোহলি।
[৪] ১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর শারজায় অভিযান শুরু হবে ভারতের। কোহলিদের গ্রুপে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। এছাড়াও দুটো কোয়ালিফাইং দল থাকবে। ২০ এবং ২১ অক্টোবর দুটো সেমিফাইনাল। ফাইনাল ১৪ নভেম্বর। - ক্রিকইনফো