শিরোনাম
◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ◈ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ ◈ বাংলাদেশ লাগোয়া পুরানো ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতিস্বরূপ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে কোহলিরা। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। তার আগে ১৮ অক্টোবর ইংল্যান্ড, এবং ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেবে বিরাট কোহলিরা। দুবাইয়ে সন্ধ্যে সাড়ে সাতটায় ভারত-ইংল্যান্ড ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দুপুর সাড়ে তিনটের সময়। দুটো ওয়ার্ম আপ ম্যাচই টিভিতে স¤প্রচারিত হবে।

[৩] কোভিড বিধি মেনেই মরুশহরে বিশ্বকাপ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। অতিমারির জন্য ভারত থেকে সরিয়ে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ওখানকার পিচের কথা মাথায় রেখেই দলে একাধিক স্পিনার রাখা হয়েছে। তিন বছর পর দলে ফিরেছেন রবিচন্দ্রন আশ্বিন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচে টিম কম্বিনেশন নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেরা ফেলবেন কোহলি।

[৪] ১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর শারজায় অভিযান শুরু হবে ভারতের। কোহলিদের গ্রুপে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। এছাড়াও দুটো কোয়ালিফাইং দল থাকবে। ২০ এবং ২১ অক্টোবর দুটো সেমিফাইনাল। ফাইনাল ১৪ নভেম্বর। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়