শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৮ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সন্ত্রাসী মহিউদ্দিন ও জনি সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

রাজু চৌধুরী: র‌্যাব-৭, চট্টগ্রাম এর এক অভিযানে চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকা হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলিসহ নগরের শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন জনি ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি মোঃ নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর গভীর রাতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ মহিউদ্দিন জনির পিতা মোঃ জসিম উদ্দিন তিনি নগরের বাকলিয়া থানার চাকতাই এলাকার বাসিন্দা এবং অপর আটককৃত সন্ত্রাসী শেখ মোহাম্মদ শাকিল (৩২)এর পিতা শেখ মোহাম্মদ ইউসুফ তিনি পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। চট্টগ্রামের রাজাখালীতে গত ২৭ জুন মহিউদ্দিন জনির অবৈধ অস্ত্র উচিয়ে শোডাউনের ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ফলে সেই এলাকা সহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্য এবং জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়