শিরোনাম
◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব ◈ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে, আগামী ১২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ: ডা. সিদ্দিকী (ভিডিও) ◈ যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল! ◈ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা ◈ বিজয় দিবসকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৮ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সন্ত্রাসী মহিউদ্দিন ও জনি সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

রাজু চৌধুরী: র‌্যাব-৭, চট্টগ্রাম এর এক অভিযানে চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকা হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলিসহ নগরের শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন জনি ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি মোঃ নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর গভীর রাতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ মহিউদ্দিন জনির পিতা মোঃ জসিম উদ্দিন তিনি নগরের বাকলিয়া থানার চাকতাই এলাকার বাসিন্দা এবং অপর আটককৃত সন্ত্রাসী শেখ মোহাম্মদ শাকিল (৩২)এর পিতা শেখ মোহাম্মদ ইউসুফ তিনি পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। চট্টগ্রামের রাজাখালীতে গত ২৭ জুন মহিউদ্দিন জনির অবৈধ অস্ত্র উচিয়ে শোডাউনের ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ফলে সেই এলাকা সহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্য এবং জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়