স্পোর্টস ডেস্ক : [২] আবার কোহলিদের হেডস্যারের ভূমিকায় দেখা যেতে পারে অনিল কুম্বলেকে। শোনা যাচ্ছে, রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে তিনিই প্রথম পছন্দ বোর্ড কর্তাদের। কয়েকদিনের মধ্যেই কোচ নিয়োগ নিয়ে বিজ্ঞাপন বেরোবে। কুম্বলেকে আবেদন করতে অনুরোধ করা হবে। তালিকায় দ্বিতীয় নাম ভিভিএস লক্ষ্মণের। দ্রাবিড় ফুল টাইম কোচিংয়ে আগ্রহী না থাকায় আপাতত এই দু’জনকে ধরেই এগোচ্ছেন সৌরভ গাঙ্গুলি, জয় শাহরা।
[৩] প্রসঙ্গত, ২০১৬-১৭ সালে এক বছরের জন্য ভারতীয় দলের কোচ ছিলেন কুম্বলে। তাকে নিয়ে এসেছিল শচীন, সৌরভ-ল²ণের উপদেষ্টা কমিটি। কিন্তু বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় সরে যেতে হয়েছিল বিশ্বের অন্যতম সেরা স্পিনারকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর পদত্যাগ করেছিলেন কুম্বলে। কিন্তু এবার কোহলির প্রভাব ধোপে টিকবে না। ভারত অধিনায়ককে নিয়ে বিরক্ত বোর্ডের একাংশ। তাই এবার তার মতামত খুব বেশি গুরুত্ব পাবে না।
[৪] বোর্ডের এক কর্তা বলেন, কুম্বলের ওভাবে বেরিয়ে যাওয়া কাম্য ছিল না। কোহলির চাপে ওকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল উপদেষ্টা কমিটি। সেটা মোটেই ভাল উদাহরণ সেট করেনি। তাই আমরা আবার ওকে ফিরিয়ে আনতে চাইছি। তবে কুম্বলে, লক্ষ্মণ আবেদন করবে কিনা বলা যাচ্ছে না। বোর্ড সূত্রের খবর, প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু ভারতীয় কোচের দায়িত্ব নিতে রাজি হননি মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান কোচ। তাই পাল্লা ভারী দেশি কোচেরই।
[৫] এবার কোচ নিযুক্ত করার ক্ষেত্রে কয়েকটি মাপকাঠি রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি কোচিংয়েরও অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কুম্বলে এবং ল²ণ দু’জনেই অভিজ্ঞতা সম্পন্ন। একবছর জাতীয় দলে কোচিং করানোর পাশাপাশি আইপিএলে পাঞ্জাব দলের কোচের ভূমিকা সামলেছেন কুম্বলে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ল²ণ। দুই কিংবদন্তি ক্রিকেটারেরই একশোর বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু শেষপর্যন্ত কুম্বলে, ল²ণরা আবেদন করবেন কিনা সেটাই দেখার। - আজকাল