লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ সংস্থার (এফডিএ) একটি প্যানেল ফাইজারের টিকার বুস্টার ডোজ শুধুমাত্র ৬৫-ঊর্ধ্ব বা কোভিডের গুরুতর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য অনুমোদন দিয়েছে। একই কমিটি ফাইজারের দাখিলকৃত এবং প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থনকৃত ১৬ বছরের ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয়ার আবেদন প্রত্যাখ্যান করে। এনডিটিভি
[৩] ভ্যাকসিনোলজিস্ট, সংক্রামক রোগ গবেষক, মহামারী বিশেষজ্ঞ এবং আরো অনেক গবেষকদের সমন্বয়ে গঠিত এফডিআইএর বিশেষ স্বাধীন প্যানেল টিকার তৃতীয় ডোজের সম্পূর্ণ অনুমোদনের বিষয়টি ১৬-২ ভোটে প্রত্যাখ্যান করে। এরপর তারা একটি নতুন প্রস্তাব উত্থাপন করে, এতে ৬৫-ঊর্ধ্ব এবং উচ্চঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মী বা অন্যান্য ঝুঁকিপূর্ণ পেশাজীবীদের জন্য এই ডোজের অনুমোদন দেয়।
[৪] বিশেষজ্ঞরা আরও বলেছেন, ফাইজার বুস্টার ডোজ নিয়ে ৩’শ জনের ওপর করা যে ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফল জমা দিয়েছে তা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ঠ নয়।
[৫] শিকাগো মেডিক্যাল স্কুলের ডিন অর্চনা চ্যাটার্জি বলেন,এই কমিটির সদস্যরা যে এফডিএ থেকে স্বাধীন তা জনগণের কাছে প্রমাণ করতে আমরা আমাদের মতামত প্রকাশ্যে নিয়ে এসেছি।
[৬] যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) আগামী ২২-২৩ সেপ্টেম্বরের বৈঠকে কারা কারা বুস্টার ডোজের জন্য যোগ্য হবেন এবং কি পরিমাণ ডোজ দেয়া হবে তা নির্ধারণ করবেন। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল