মাছুম বিল্লাহ: [২] ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে শুক্রবার নীল মুকুটযুক্ত বিরল প্রজাতির একটি ভিক্টোরিয়া ক্রাউন্ড কবুতর উদ্ধার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বাংলাদেশ থেকে কবুতরটি পাচার করে ভারতে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
[৩] নিউজ ১৮ এর খবরে জানা যায়, গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে নদীয়ার গঙরা চেকপোস্টে পাচারকারীদের হাত থেকে বিএসএফ কবুতরটি উদ্ধার করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে চোরাচালানকারীরা।
[৪] ভারতের কৃষ্ণনগর বনবিভাগের কাছে বিরল এই কবুতর হস্তান্তর করার কথা জানিয়েছে বিএসএফ কর্মকর্তারা। কমান্ডিং অফিসার সঞ্জয় প্রসাদ সিং বলেন, ‘বাংলাদেশ সীমান্ত দিয়ে বিরল প্রজাতির পাখি পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিএসএফ।’