জুলফিকার আমীন: [২] মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় গার্ডার ব্রিজ উদ্বোধন করলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী উদ্বোধন করেন।
[৩] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার টিকিকাটা ইউনিয়নের কাকড়াবুনিয়া মাদ্রাসা সংলগ্ন এ গার্ডার ব্রিজটি উদ্বোধন করেন তিনি।
[৪] এসময় উপস্থিত ছিলেন- উপজেলা এলজিইডি কাজী আবু সাঈদ মোঃ জসীম, সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, ব্যাক্তিগত সহকারি হাসান মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধি সমাজের লোকজন।
[৫] জানা গেছে, মুজিব শতবর্ষে মঠবাড়িয়া এলজিইডি এর বাস্তবায়নে কার্যাদেশ পাবার পর মেসার্স তৌহিদুল বাশার কবির এন্টারপ্রাইজ ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৩০ লাখ, ৪৮ হাজার ৬‘শ ৩৮ টাকা ব্যয়ে ২৮ মিটার এর গার্ডার ব্রিজটির নির্মাণ কাজ সম্প্রতি সম্পন্ন করে। শুক্রবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য এ ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
[৬] সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন গ্রাম হবে শহর। সে লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার সারাদেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করছে। সম্পাদনা: হ্যাপি