শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ওভারের চার বলে চার উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক : [২] শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান হাতে ছিল চার উইকেট। ১৮ তম ওভারে দরকার ছিল ১২ রানের। কিন্তু ওয়েলিংটন মাসাকাদজার দারুণ বোলিংয়ে শেষ ওভারের প্রথম চার বলে স্কটল্যান্ডের চার উইকেট তুলে নিয়ে রুদ্ধশ্বাস জয় পায় সফরকারী জিম্বাবুয়ে। যদিও শেষ দুইটি রান আউট হয়েছে।

[৩] আর এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়েছে সিরিজে সমতায় ফিরেছে জিম্বাবুয়ে।

[৪] এদিন আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে সংগ্রহ ৫ উইকেটে ১৩৬ রান। জবাবে স্কটল্যান্ড ১৯ ওভার ৪ বলে অলআউট হয় ১২৬ রানে।

[৫] এডিনবার্গে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শন উইলিয়ামসের ৫২ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস ভর করে জিম্বাবুয়ে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। এছাড়া ক্রেগ আরভিন করেন ৩০ রান।

[৬] জবাবে শুরুতেই ১৬ রানে ৪ উইকেট হারালেও চতুর্থ উইকেটে রিচি বেরিংটন ও ম্যাথু ক্রস ৭৫ রানের জুটি গড়ে স্কটল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাছিলো। প্রথম ম্যাচের জয়ের নায়ক বেরিংটন এদিন করেন ফেরেন ৪৩ বলে ৪২ রান করে। আর ক্রস করেন ৩৫ বলে ৪২ রানে।

[৭] এই দুইজন আউটের পর মাত্র ৩৫ রানের ব্যবধানে শেষ ৬টি উইকেট হারানো স্বাগতিকরা ১২৬ রানেই অল আউট হয়।

[৮] জিম্বাবুয়ের পক্ষে চাতারা, নাকার্ভা ও মাসাকাদজা দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন রিচার্ড নাকার্ভা। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়