রাশিদুল ইসলাম : [২] উঁচুতল ওই ভবনটির আশেপাশে অসংখ্য পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। প্রানি স্বেচ্ছাসেবী মেলিশা ব্রেয়ার ২৯১টি পরিযায়ী মৃত পাখি কুড়িয়ে পেয়েছেন। ৩০টি পাখি গুরুতর আহত হয়েছে। অধিকাংশ পানি বহুতল ভবনটির তৃতীয়, চতুর্থ ও সপ্তমতলায় ধাক্কা খায়। ডেইলি মেইল
[৩] নিউ ইয়র্ক শহরে প্রচুর গ্লাস টাওয়ার রয়েছে। বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার অফিস ভবনের আশে পাশে পাখিদের মৃতদেহের ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা হচ্ছে।
[৪] পাখিদের এই মৃত্যু নিয়ে চিন্তায় বিজ্ঞানীরাও। নিউ ইয়র্কে এমন ঘটনা এর আগেও ঘটেছে। প্রায়ই বহুতলের সঙ্গে সংঘর্ষে পাখিরা মারা পড়ে। কয়েকদিন ধরে নিউ ইয়র্কে ঝড় বৃষ্টি লেগে থাকায় আকাশের অনেকটা নীচে নেমে উড়ছে পাখিরা। আর তাতে ভবনের সঙ্গে পাখিদের ধাক্কা লাগছে বেশি।
[৫] রাতে গ্লাস টাওয়ারগুলোর আলো বন্ধ করে প্রতিফলিত কাঁচ ব্যবহার করতে প্রানি সংরক্ষণবাদীরা ভবনগুলোর মালিকদের অনুরোধ করেছেন যাতে পাখিরা উড়ার সময় বিভ্রান্তি এড়াতে পারে। বিশেষ ধরনের কাঁচও লাগাতে বলেছেন তারা।
[৬] যুক্তরাষ্ট্রের শিকাগো, ম্যানহাটানের উঁচু ভবনগুলোতে ধাক্কা খেয়ে পাখির মৃত্যু বাড়ছে।
[৭] নিউ ইয়র্ক পোস্টকে মেলিশা বলেন সাধারণত এর আগে ১৫ থেকে ২০টি পাখির মৃত্যু ঘটতে দেখেছি। কিন্তু এধরনের শতাধিক পাখির মৃত্যু কখনো দেখিনি।
[৮] বিশ্ব বাণিজ্য সংস্থারর মুখপাত্র জর্ডান ব্যারোউইটজ বলেন প্রতিফলন হয়না এমন কাঁচ দিয়ে ভবনটির ২শ ফুট মুড়ে দেওয়া আছে কিন্তু পাখিগুলো ধাক্কা খাচ্ছে এর নিচু উচ্চতায়।
https://twitter.com/i/status/1437813494141886467