শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় ডেঙ্গু আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ডেঙ্গু কর্ণারে দায়িত্বরত সিনিয়র নার্স হামিদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, দ্বিতীয় তলায় শিশু ইউনিটে গত চার দিনে তিনজন রোগী ভর্তি হয়। এ ছাড়া নারী ইউনিটে আরো এক জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার শরীরে প্লাটিলেটর পরিমান আশঙ্কজনকভাবে কমে যাওয়ায় যশোরে রেফার করা হয়েছে। অন্য আরো একজন নিজের ইচ্ছায় এখান থেকে ছাড়পত্র নিয়ে যশোরে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

[৪] আক্রান্তরা হলেন, পৌরসভার কলেজপাড়ার আবুল হোসেনের মেয়ে আফসনা খানম পায়েল (১৭), নারায়ণপুর গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রশিদ (১৩), স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গরপুর ইউনিয়নের আকাশের ছেলে ইশান (১৭ মাস), একই এলাকার শুশান্ত কুমারের মেয়ে সুস্মিতা (৪)। এদের মধ্যে আব্দুর রশিদকে যশোরে রেফার করা হয়েছে। এবং আফসনা খানম পায়েল স্বজনদের ইচ্ছায় যশোরে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

[৫] ডেঙ্গু আক্রান্ত শিুশু ইশানের বাবা-মা হাসপাতালে প্রতিবেদককে জানান, তারা উপজেলার টেঙ্গরপুর গ্রামে বাস করেন। প্রথমে জ্বর আসলে হাসপাতালে নিয়ে আসে তাদের শিশু সন্তানকে। দু’একদিনের মধ্যে জ্বর চলে যায়। আবারো জ্বর আসে। তিনি জানান, আবারো হাসপাতালে নিয়ে আসেন তারা। চিকিৎসক সাতদিনের ঔষুধ দেন খেয়ে কোনো কাজ হচ্ছিলোনা। থেমে থেমে জ্বর আসছিলো। এর পরে হাসপাতালে নিয়ে আসলে ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ হয়।

[৬] এদিকে উপজেলার তিনটি ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা হচ্ছে। সেসব ক্লিনিকগুলোতে খোজ নিয়ে জানা গেছে প্রতিদিনই তাদের প্যাথলজীতে পরীক্ষায় দুই একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে।

[৭] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুন নাহার লাকি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারি টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়