শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শেখ রাসেল শিশু-কিশোর পরিষদকে শিক্ষাবৃত্তি-খেলাধুলার সামগ্রী প্রদান

রাহুল রাজ : [২] ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস। দিবসটি সামনে রেখে আজ শেখ রাসেল শিশু-কিশোর পরিষদকে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান এবং খেলাধুলার সামগ্রী উপহার দিলেন সংগঠনের উপদেষ্টা সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন।

[৩]গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদেও মাঝে শিক্ষাবৃত্তির অর্থ এবং ক্রিকেট খেলার বল-স্ট্যাম্প, সাইফ পাওয়ারটেকের লোগো সম্বলিত ফুটবল দেয়া হয়। কর্মব্যস্ততায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি সংগঠনের উপদেষ্টা তরফদার রুহুল আমিন।

[৪] ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় উপস্থিত শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সদস্য এবং কোমলমতি শিশুদের শুভেচ্ছা-শুভ কামনা জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যা।

[৫]শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। পড়াশুনার পাশাপাশি তাদের খেলাধুলার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানান তরফদার রুহুল আমিন। তিনি বলেন, আজ মহান শিক্ষা দিবসের অনুষ্ঠানে আমার পক্ষ থেকে দেশের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা।

[৬]দীর্ঘ সময় ধরে আমরা করোনা পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করছি, এখনো যুদ্ধ করে যাচ্ছি। করোনা পুরো বিশ^কে স্থবির করে দিয়েছে। বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশের স্কুল-কলেজ বন্ধ ছিল; এখনো বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশে^র বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও স্কুল-কলেজগুলো খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বিশে^র অনেক দেশের চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন অনেক ভালো। ক্ষয়ক্ষতিও অনেক দেশের চেয়ে কম হয়েছে।

[৭] রুহুল আমিন আরো যোগ করেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেখ রাসেলের জন্মদিনে ২০১৯ সালের ১৮ অক্টোবর আমি ঘোষণা দিয়েছিলেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদকে শিক্ষাবৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরণ দিব। করোনা পরিস্থিতির কারণে আমাদের একটু দেরি হয়েছে। সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের তালিকা তৈরি করতেও সময় লেগেছে। তারপরও আমার বড় ভাই সংগঠনের মহাসচিব শহিদ উল্যার ভাইয়ের নেতৃত্বে মেধাবী তালিকা তৈরি করে আজ আমরা বৃত্তির টাকা দিচ্ছি।

[৮]অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মহান শিক্ষা দিবসের গুরুত্ব সবার সামনে তুলে ধরেন। মহাসচিব কে. এম. শহিদ উল্যা বলেন, আমাদের সংগঠনের উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। ওনি দাবার জন্য অনেক কিছু করেছেন, করে যাচ্ছেন। তবে ফুটবলের প্রতি ওনি অনেক বেশি অন্তঃপ্রাণ। ফুটবলে অনেক কাজ করেছেন। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদকে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করায় তরফদার রুহুল আমিনকে সংগঠনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়