শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় চার দোকানে সার্টার ভেঙে চুরি

র‌হিদুল খান: [২] যশোরের চৌগাছায় ৪টি দোকানের সার্টার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে শহরের পৌরসভার মেইন গেইট ও হাসপাতাল সংলগ্ন পৌরসভা গেইট, ব্যাপারী মার্কেট ও হাসপাতাল সংলগ্ন রহিমা ফার্নিচার, ব্যাপারী মার্কেটের যশোর কম্পিউটার এন্ড ফটোকপি, হাসপাতাল সংলগ্ন লিংকন মেডিসিন কর্ণার ও আসিফ ভ্যারাইটি স্টোরে এই চুরির ঘটনা ঘটে।

[৩] বৃহস্পতিবার চৌগাছা থানার উপ-পরিদর্শক এসআই বিকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় লিংকন মেডিসিন কর্ণারের (ভেটেরেনারী ঔষধ) সত্বাধিকারী আব্দুর রহিম সিদ্দিকী ও যশোর কম্পিউটার এন্ড ফটোকপি দোকানের সত্বাধিকারী মিজানুর রহমান চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।

[৪] লিখিত অভিযোগে আব্দুর রহিম সিদ্দিকী বলেন, গত (বুধবার) রাতে কে বা কাহারা আমার দোকানের সার্টার ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে দোকানে থাকা ৪০ হাজার টাকা নিয়ে গেছে। পাশ্ববর্তী দোকানগুলিতেও চুরির ঘটনায় তাদের লিখত অভিযোগে রয়েছে।

[৫] আব্দুর রহিম বলেন আমার দোকান থেকে চল্লিশ হাজার টাকা, যশোর কম্পিউটার এন্ড ফটোকপি থেকে তিন হাজার নগদ টাকা এবং আসিফ ভ্যারাইটি স্টোর থেকে দুই হাজার ৩০০ টাকা নগদ নেওয়ার পাশাপাশি দোকান থেকে কোল্ড ড্রিংক ও সিগারেট নিয়ে গেছে। এছাড়া রহিমা ফার্নিচারের সার্টার ভেঙে দোকানে প্রবেশ করলেও সেখানে নগদ টাকা না থাকায় কিছু নেইনি।

[৬] তিনি বলেন এঘটনা সকালে চৌগাছা থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশের এসআই বিকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ সকালেই দোকানগুলি পরিদর্শন করেছেন। পরে আমি থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়