রহিদুল খান : [২] কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ১৩ শিশুসহ ২৩ জন আহত হয়ে যশোরের কেশবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
[৩] কেশবপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লা আল মামুন জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কেশবপুর ও মণিরামপুর উপজেলার পাঁচ গ্রামের চার শিশুসহ নয়জন কুকুরের কামড়ে আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ে আহতদের কারো হাত, পা ও মুখ ক্ষত হয়েছে।
[৪] কেশবপুর হাসপাতালের জরুরি বিভাগের ডা. আনারুল ইসলাম বলেন, গত সোমবার ও মঙ্গলবার নয় শিশুসহ ১৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এনিয়ে গত ৭২ ঘণ্টায় কেশবপুর ও মণিরামপুর উপজেলায় শিশুসহ বিভিন্ন বয়সের ২৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
[৫] বুধবার আহতরা হলেন, মণিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুস সামাদ (৬০), সুফিয়া (৪০), হাবিবুর (৩৫) এবং কেশবপুর উপজেলার কড়িয়ালি গ্রামের আয়েব আলি (৩৫), বেগমপুর গ্রামের আলামিন (০৮), মোজাহিদ (০৫), ইসরাফিল (১১), কমলাপুর গ্রামের জেবুন্নেছা (৫০) ও পাঁজিয়া গ্রামের আবু মুসা (০৩)।
[৬] একের পর এক মানুষ কুকুরের দ্বারা আক্রমণ হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।