শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪২ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত অর্থবছরে মোট রাজস্ব ঘাটতি ১৪.৬৫%, সার্বিক এডিপি বাস্তবায়ন ৬২%

সোহেল রহমান: [২] সমাপ্ত অর্থবছরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ আগের অর্থবছরের তুলনায় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় মোট রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৫ শতাংশ।

[৩] অন্যদিকে সার্বিক ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচী’ (এডিপি) বাস্তবায়নের হার আগের অর্থবছরের তুলনায় কমেছে। ২০১৯-২০ অর্থবছরে সার্বিক এডিপি বাস্তবায়নের হার যেখানে ছিল প্রায় ৮০ শতাংশ, সেখানে গত অর্থবছরে সার্বিক এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬২ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ-এর এক প্রাথমিক হিসাবে এ তথ্য তুলে ধরা হয়েছে।

[৪] প্রসঙ্গত, গত ২০২০-২১ অর্থবছরে মূল বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এটি কমিয়ে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। অর্থ বিভাগ-এর হিসাব অনুযাযী, এর বিপরীতে অর্থবছর শেষে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬৯ হাজার ৭০৩ কোটি টাকা (সংশোধিত লক্ষ্যমাত্রার ৮৫.৩৫%)। সে হিসাবে মোট রাজস্ব ঘাটতির পরিমাণ হচ্ছে ৪৬ হাজার ২৯৭ কোটি টাকা।

[৫] বাজেট উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ২১ হাজার ৯৮২ কোটি টাকা। সে হিসাবে সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ৪৭ হাজার ৭২১ কোটি টাকা।

[৬] সমাপ্ত অর্থবছরের রাজস্ব আদায়ের গতিধারা পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি প্রান্তিকেই রাজস্ব আদায়ের পরিমাণ আগের প্রান্তিকের তুলনায় বেড়েছে। ২০২০-২১ অর্থবছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর ২০২০) প্রান্তিকে মোট ৫১ হাজার ৩৫০ কোটি টাকা। দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর ২০২০) প্রান্তিকে মোট ৬১ হাজার ৬৩০ কোটি টাকা; তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) মোট ৬৪ হাজার ৯০৭ কোটি টাকা এবং চতুর্থ (এপ্রিল-জুন ২০২১) প্রান্তিকে মোট ৮৩ হাজার ৯৩২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

[৭] অন্যদিকে অর্থ বিভাগ-এর হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে সার্বিক ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচী’ (এডিপি) ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৩২ কোটি টাকা। বাস্তবায়নের হার হচ্ছে সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র ৬২ শতাংশ। গত অর্থবছরে সংশোধিত সার্বিক এডিপি’র আকার ছিল ২ লাখ ৮ হাজার ২৫ কোটি টাকা।

[৮] বাজেট উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত সার্বিক এডিপি’র আকার ছিল ২ লাখ ২ হাজার ৩৪৯ কোটি টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ১ লাখ ৬১ হাজার ৭৯৭ কোটি টাকা। বাস্তবায়নের হার ছিল ৭৯ দশমিক ৯৬ শতাংশ। সম্পাদনা : ভিকটর রোজারিও

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়