শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ক্রিকেটারদের ২৫০ শতাংশ বেতন বাড়ালো পিসিবি

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পর পরই পরিবর্তন আনা শুরু করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা। ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগের পর এবার ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রমিজ রাজা।

[৩] পাঁচ গ্রেডে ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ছে বলে জানিয়েছেন পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা। ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করা ক্রিকেটারদের আগামী ২০২১-২২ মৌসুমের জন্য ২৫০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এর মধ্যে এ+ ক্যাটাগরিতে থাকা দশ ক্রিকেটার বেতন পাবেন ২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি।

[৪] এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বাৎসরিক আয় করতে পারবেন ৩০ লাখের মতো। দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ৪০ জন ক্রিকেটার। এই গ্রেডে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পাবেন ১ লাখ ৮৫ হাজার রুপি। পরের গ্রেডে থাকা একই সংখ্যক ক্রিকেটার পাবেন ১ লাখ ৭৫ হাজার রুপি।

[৫] ‘সি’ ক্যাটাগরিতে থাকা ৬৪ জন ক্রিকেটারদের জন্য বেতন বরাদ্ধ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার রুপি। ‘ডি’ গ্রেডে থাকা ৩৭ জন ক্রিকেটার পাবেন ১ লাখ ৪০ হাজার রুপি। তবে এই বেতনের চেয়েও আরও বেশি আয় করার সুযোগ থাকছে ক্রিকেটারদের। ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটাররা যদি সব ম্যাচেই অংশগ্রহণ করেন তাহলে ৫০ লাখের মতো আয় করার সুযোগ রয়েছে তাঁদের।

[৬] অন্যদিকে ডি গ্রেডে থাকা ক্রিকেটাররা পুরো আসরে যদি ফর্ম, ফিটনেস ও পারফরম্যান্স ঠিক রাখতে পারেন তাহলে তাঁদের আয় বেড়ে দাঁড়াতে পারে ৩০ লাখেরও বেশি।

[৭] ১৯১ জন চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে রমিজ রাজা বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ঘরোয়া ক্রিকেটারদের যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয় যাতে তারা তাদের পরিবার এবং ক্যারিয়ারের যত্ন নেওয়ার বিষয়ে চিন্তা না করে তাদের দক্ষতা এবং ফিটনেস স্তরের উন্নতির দিকে মনোনিবেশ করে। দেশের ক্রিকেটারদের দেখাশোনা করা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব এবং আমি এটি ঘোষণা করতে পেরে আন্দদিত।

[৮] এর আগে দায়িত্ব বুঝে পাবার পর চমক দিয়েছিলেন রমিজ রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে ম্যাথু হেইডেন এবং বোলিং কোচ হিসেবে ভারনন ফিল্যান্ডারকে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়