শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ক্রিকেটারদের ২৫০ শতাংশ বেতন বাড়ালো পিসিবি

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পর পরই পরিবর্তন আনা শুরু করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা। ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগের পর এবার ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রমিজ রাজা।

[৩] পাঁচ গ্রেডে ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ছে বলে জানিয়েছেন পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা। ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করা ক্রিকেটারদের আগামী ২০২১-২২ মৌসুমের জন্য ২৫০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এর মধ্যে এ+ ক্যাটাগরিতে থাকা দশ ক্রিকেটার বেতন পাবেন ২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি।

[৪] এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বাৎসরিক আয় করতে পারবেন ৩০ লাখের মতো। দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ৪০ জন ক্রিকেটার। এই গ্রেডে থাকা ক্রিকেটাররা মাসিক বেতন পাবেন ১ লাখ ৮৫ হাজার রুপি। পরের গ্রেডে থাকা একই সংখ্যক ক্রিকেটার পাবেন ১ লাখ ৭৫ হাজার রুপি।

[৫] ‘সি’ ক্যাটাগরিতে থাকা ৬৪ জন ক্রিকেটারদের জন্য বেতন বরাদ্ধ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার রুপি। ‘ডি’ গ্রেডে থাকা ৩৭ জন ক্রিকেটার পাবেন ১ লাখ ৪০ হাজার রুপি। তবে এই বেতনের চেয়েও আরও বেশি আয় করার সুযোগ থাকছে ক্রিকেটারদের। ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটাররা যদি সব ম্যাচেই অংশগ্রহণ করেন তাহলে ৫০ লাখের মতো আয় করার সুযোগ রয়েছে তাঁদের।

[৬] অন্যদিকে ডি গ্রেডে থাকা ক্রিকেটাররা পুরো আসরে যদি ফর্ম, ফিটনেস ও পারফরম্যান্স ঠিক রাখতে পারেন তাহলে তাঁদের আয় বেড়ে দাঁড়াতে পারে ৩০ লাখেরও বেশি।

[৭] ১৯১ জন চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে রমিজ রাজা বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ঘরোয়া ক্রিকেটারদের যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয় যাতে তারা তাদের পরিবার এবং ক্যারিয়ারের যত্ন নেওয়ার বিষয়ে চিন্তা না করে তাদের দক্ষতা এবং ফিটনেস স্তরের উন্নতির দিকে মনোনিবেশ করে। দেশের ক্রিকেটারদের দেখাশোনা করা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব এবং আমি এটি ঘোষণা করতে পেরে আন্দদিত।

[৮] এর আগে দায়িত্ব বুঝে পাবার পর চমক দিয়েছিলেন রমিজ রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে ম্যাথু হেইডেন এবং বোলিং কোচ হিসেবে ভারনন ফিল্যান্ডারকে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়