শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোট ডাকাতির নির্বাচন আর হতে দেওয়া হবে না: চট্টগ্রাম বিএনপি

রিয়াজুর রহমান রিয়াজ: [২] বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা জনগণের ভোট ডাকাতি করেছে। বিগত ৩টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জিতেছিল কিন্তু গণতন্ত্র পরাজিত হয়েছে। বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে কোথাও কোনো জবাবদিহিতা নেই। দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে। তারা যা খুশি তাই করে যাচ্ছে। কিন্তু আগামীতে বাংলাদেশে আর কোন প্রতারণার নির্বাচন দেশের মানুষ মানবে না। একদলীয় শাসন জনগণ আর মানবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না।

[৩] বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়স্থ মেহমান কমিউনিটি সেন্টারে পাঁচলাইশ থানা বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৪] এসময় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা গণতন্ত্রের লেবাসে একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে। বিগত তিনটি জাতীয় নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন। ২০১৮ সালে আগের রাত্রেই সব ভোট চুরি করেছে। ২০১৪ সালের নির্বাচনে কোনো দলই অংশগ্রহণ করেনি। ১৫৪ জনকে অগ্রিম নির্বাচিত ঘোষণা করে জনবিচ্ছিন্ন একটা সরকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আগামীতে এই অবস্থার শেষ হতে বাধ্য।

[৫] বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বলেন, বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। করোনার কারণে প্রায় দেড় বছর সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল।এখন করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় চট্টগ্রাম মহানগরে ফের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছি। চট্টগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী আছে। কিন্তু সে তুলনায় পদের সংখ্যা কম। তাই যোগ্য এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।

[৬] পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি'র সি. যুগ্ন আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল আলম, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দার মির্জাসহ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়