শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৪ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে যুগান্তরের সাংবাদিকের উপর হামলা, আটক ১

ইমদাদুল হক: [২] সাভার চাঁদাবাজির সংবাদ সংগ্রহকালে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারীর উপর হামলার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। এঘটনায় আটক সাভার নিউমার্কেটের সিকিউরিটি সুপারভাইজার আব্দুল খালেক মোল্লাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। মামলাটি আদালতে উত্থাপন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খায়রুজ তাসনিম আগামী কাল (মঙ্গলবার) শুনানীর দিন ধার্য করে আব্দুল খালেক মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৩] গ্রেপ্তার আব্দুল খালেক আশুলিয়ার কলতাসুটি নয়াবাড়ি এলাকার মৃত শাহাবুদ্দিন মোল্লার ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকার সানফোর্স সিকিউরিটি কোম্পানি লিমিটেডের একজন সদস্য। তিনি সাভারের স্মরণিকা এলাকায় ভাড়া থেকে সাভার নিউমার্কেটে চাকুরী করেন।

[৪] ভুক্তভোগী সাংবাদিক মতিউর রহমান অভিযোগ করেন, আমার উপর হামলার ঘটনার লিখিত অভিযোগপত্র থেকে মার্কেট কর্তৃপক্ষের নাম বাদ দেয়ার উদ্দেশ্যে পুলিশ রবিবার আমাকে ৭/৮ ঘন্টা বসিয়ে রাখার পর রাত সাড়ে এগারটার দিকে মামলাটি রুজু করা হয়। এর আগে দুপুরে সাভার নিউমার্কেটের সামনে চাঁদাবাজির সংবাদ সংগ্রহকালে আমার উপর হামলা চালায় সাভার নিউ মার্কেটের নিরাপত্তা কর্মীরা।

[৫] সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে সিকিউরিটি সুপারভাইজার আব্দুল খালেককে গ্রেফতার দেখিয়ে আদালাতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া এঘটনায় জড়িত বাকীদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়