শিরোনাম
◈ ‘শাপলা কলি’ প্রতীক নিতে সম্মত এনসিপি ◈ দেশে মোট ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ ◈ উৎপাদন বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানায়, গঠন তদন্ত কমিটি ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে গুলিবর্ষণ, নিহত ১ আহত ২ ◈ নারী বিশ্বকাপে চ‌্যম্পিয়ন দল পা‌বে  ৪৯ কো‌টি টাকা, বাংলা‌দেশ পাবে ৬ কো‌টি ৩৯ লাখ ৬০ হাজার টাকা ◈ কেন উইলিয়ামসন আর আন্তর্জাতিক টি-টো‌য়েন্টি খেল‌বেন না ◈ পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য! গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা নাকি প্রাকৃতিক ঘটনা? (ভিডিও) ◈ পরিবেশ ও নদী রক্ষা করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বিমানবাহিনী, ডিসেম্বরেই শেষ হবে নির্মাণকাজ ◈ ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশ গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের আয় বেড়েছে ৮৪ শতাংশ

রাশিদ রিয়াজ : রপ্তানি বৃদ্ধির কারণে রুশ গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের আগের বছরের প্রথম সাত মাসের তুলনায় এবছর একই সময়ে আয় বেড়েছে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায়। রাশিয়ার ফেডারেল কাস্টম সার্ভিস বলছে গ্যাজপ্রমের এ রপ্তানি আয়ের পরিমান ২৩ বিলিয়ন ডলার। গ্যাজপ্রমের রপ্তানি করেছে এসময় ১২৩.৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস। রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ। গত জুনে গ্যাজপ্রমের রপ্তানি ২.১ শতাংশ কমে যায়। কিন্তু পরের মাস জুলাইতে কোম্পানিটি রফতানি করে ৩.৪৮ বিলিয়ন ডলারের গ্যাস। আবার গ্যাসের মূল্য প্রতি হাজার ঘনমিটারে গ্যাজপ্রম বাড়াতে সক্ষম হয় ২৪৫.১২ ডলার। অথচ জুনে একই পরিমান গ্যাস ২২৬.৫ ও গত মে মাসে তা বিক্রি করেছে ১৯৯.৭ ডলারে। আরটি

এদিকে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকে সাড়ে ১০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রাশিয়ার পরিসংখ্যান এজেন্সি রসট্যাট বলছে দ্বিতীয় ত্রৈমাসিকে রাশিয়ার জিডিপির পরিমান হবে ৪২১ বিলিয়ন ডলার। একই সঙ্গে রাশিয়া তার অর্থনীতিতে মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে খাদ্য উৎপাদন সন্তোজনক হওয়ার কারণে। এবছর রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৮ শতাংশ হবে বলে আগেই আভাস পাওয়া গিয়েছিল। মূল্যসংযোজনকারী খাতগুলো যেমন হোটেল, রেস্টুরেন্ট, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য সংগ্রহ, পাইকারী ও খুচর বিক্রেতা খাতে আয় সন্তোষজনক হওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়েছে রাশিয়ার অর্থনীতিতে। তবে রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ বলেছেন শিল্প খাতের প্রবৃদ্ধি এখনো করোনা পূর্ববতী অবস্থায় ফিরে আসেনি। বিশেষ করে খনিজ, ভোক্তা খাত ও পরিবহন খাত বেশ পিছিয়ে আছে। তবে রাশিয়ার অ্যালুমিনিয়াম রপ্তানি বেড়েছে অন্তত ১০ গুণ।

ফেডারেল কাস্টম সার্ভিস বলছে টাকার অঙ্কে ৭.৪ বিলিয়ন ডলারের অ্যালুমিনিয়াম রপ্তানি করতে সমর্থ হয়েছে রাশিয়া। পরিমান তা ৩০ লাখ টন। প্রতি টন অ্যালুমিনিয়াম রপ্তানিতে রাশিয়া ১৫ শতাংশ কর আরোপ করেছে। একই সঙ্গে বিশ^বাজারে অ্যালুমিনিয়ামের দর বৃদ্ধি পেয়েছে ৪০ শতাংশ। কার্বন দূষণের বিরুদ্ধে চীন উদ্যোগ নেওয়ায় অ্যালুমিনিয়ামের দর বৃদ্ধি পায়। গত সপ্তাহে অ্যালুমিনিয়ামের দর বৃদ্ধিতে গিয়েনায় রাজনৈতিক অসন্তোষ দেখা দেয়। রাশিয়ার অ্যালুমিনিয়াম কোম্পানি রুসালের প্রতিষ্ঠাতা ওলেগ ডেরিপাস্কা বলেন এই ধাতব বাজার বেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। রুসাল গত বছর ৬৫ মিলিয়ন টন অ্যালুমিনিয়াম রপ্তানি করে। যা বিশে^ অ্যালুমিনিয়াম চাহিদার ৬ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়