শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় মশাবাহিত জ্বর ডেঙ্গুতে শনাক্ত হয়ে রাজধানীতে নতুন ডেঙ্গু রোগী ২৪৪জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। (শনিবর সকাল ৮ থেকে রোববার সকাল ৮) ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নতুন ভর্তি ৭৫ জন। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১হাজার ৭৯ জন।
[৩] অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৩ হাজার ৮৭৫জনের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৬১ জন রোগী। এ যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যুর হয়েছে।
[৪] উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ মার্চে ১৩, এপ্রিলে ৩ , মে মাসে ৪৩, জুনে ২৭২, আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন ৭হাজার ৬৯৮ জন।
[৫] ২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। এবার আবারো রোগী সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মহামারি করোনার মধ্যেই এমনভাবে ডেঙ্গুর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।