শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে বোমা বিস্ফোরন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকায় এক মাসে তিনবার বোমা বিস্ফরনের ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকার সাধারন মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হঠাৎ করেই কালকিনি উপজেলার সিডিখান এলাকার সুজন পেদার ঘরে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী।

[৪] স্থানীয়দের দাবী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই একটি পক্ষ বোমা বিস্ফরন ঘটিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এদিকে বোমা বিস্ফরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেই ভিডিওতে দেখা যায় একটি বাড়ি থেকে ধোয়া বের হচ্ছে। সাধারণ মানুষের চিৎকার চেচামেচি দেখা গেছে।

[৫] স্থানীয় বাসিন্দা সমশের আজাদ বাবুল বলেন, ‘প্রায় এক মাসের ব্যবধানে তিনবার আমাদের এলাকায় বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আতঙ্ক সৃষ্টির জন্য বার বার বোমা বিস্ফোরনের ঘটনা ঘটছে। এর আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল। আমরা হত্যাকান্ড বা মারামারি চাই না। আমরা শান্তিপূর্নভাবে বসবাস করতে চাই।’

[৬] এব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘স্থানীয় দলাদলীর কারনেই এমন ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলাা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট আছে। তবে এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়