শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে বোমা বিস্ফোরন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকায় এক মাসে তিনবার বোমা বিস্ফরনের ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকার সাধারন মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে।

[৩] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হঠাৎ করেই কালকিনি উপজেলার সিডিখান এলাকার সুজন পেদার ঘরে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী।

[৪] স্থানীয়দের দাবী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই একটি পক্ষ বোমা বিস্ফরন ঘটিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এদিকে বোমা বিস্ফরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেই ভিডিওতে দেখা যায় একটি বাড়ি থেকে ধোয়া বের হচ্ছে। সাধারণ মানুষের চিৎকার চেচামেচি দেখা গেছে।

[৫] স্থানীয় বাসিন্দা সমশের আজাদ বাবুল বলেন, ‘প্রায় এক মাসের ব্যবধানে তিনবার আমাদের এলাকায় বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আতঙ্ক সৃষ্টির জন্য বার বার বোমা বিস্ফোরনের ঘটনা ঘটছে। এর আগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল। আমরা হত্যাকান্ড বা মারামারি চাই না। আমরা শান্তিপূর্নভাবে বসবাস করতে চাই।’

[৬] এব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘স্থানীয় দলাদলীর কারনেই এমন ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলাা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট আছে। তবে এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়