স্পোর্টস ডেস্ক: [২] আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট নেদারল্যান্ডস, সাথে আছে দুই রিজার্ভ ক্রিকেটারও। দলটির অধিনায়ক পিটার সিলার, তার ডেপুটি কলিন অ্যাকারম্যান।
[৩] দলে জায়গা পাননি মাইকেল রিপ্পন, টম কুপার, ভিভিয়ান কিংমারা। টবিয়াস ভিসে ও শেন স্ন্যাটার আছেন ট্রাভেলিং রিজার্ভ হিসাবে।
[৪] ২০১৯ সালে পাপুয়া নিউ গিনির সঙ্গে ম্যাচে সর্বশেষ খেলা রায়ান টেন ডেসকোট জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। ফিরেছেন টিম ভ্যান ডার গাগটেন, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, স্টিফেন মাইবার্ফ ও ভ্যান ডার মারওয়ে।
[৫] দলের ফাস্ট বোলারদের মূল শক্তি উল্লেখ করে নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল জানান দল নির্বাচনে তিনি বেজায় খুশি।
[৬] টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস স্কোয়াড: পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান (সহ অধিনায়ক), ফিলিপ্পে বইসেভাইন, বাস ডে লিড, পল ভ্যান মেকারেন, বেন কুপার, ম্যাক্স ও’ডাউড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকোট, টিম ভ্যান ডার গাগটেন, রিলফ ভ্যান ডার মারওয়ে, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, স্টিফান মাইবার্গ।
[৭] রিজার্ভ- টবিয়াস ভিসে, শেন স্ন্যাটার। - ক্রিকবাজ