আখিরুজ্জামান সোহান: [২] মন্টিনিগ্রোর বিখ্যাত কোটোর উপসাগরের উপকূলবর্তী ছোট একাট স্থান পেরাস্ট। যার আছে সুদীর্ঘ ইতিহাস। উপসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে পেরাস্ট অন্যতম প্রাচীন স্থান বলে ইতিমধ্যেই বেশ আকর্ষণীয় হয়ে উঠছে ভ্রমণপিপাসুদের কাছে।
[৩] পেরাস্টের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে, আপনি পরিচয় পাবেন আবহমানকাল ধরে ঘটে যাওয়া নানান ইতিহান। স্বাধ পাবেন রোমান, অটোমান, সার্বিয়ান, কোটারের যুদ্ধে রাশিয়ান বহরের। পাশাপাশি পাবেন সেন্ট ট্রাইফোনের ক্যাথেড্রাল এবং সেন্ট নিকোলাস চার্চ। অলৌকিকভাবে বেঁচে যাওয়া দেব সেন্ট লুকের চার্চও দেখতে পারেবেন পেরাস্ট ভ্রমণে। যেখানে আমি দুটি বেদী - অর্থোডক্স এবং ক্যাথলিকের উত্থানের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এছাড়াও আপনি মন্দির, প্রাসাদ এবং প্রাচীরগুলি দেখতে পাবেন যা ভিনিস্বাসী সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করেছে।
[৪] পেরাস্টের আবে আকর্ষন অ্যাড্রিয়াটিক উপকূলের সর্বোচ্চ বেল টাওয়ার, যা থেকে আপনি গোটা উপসাগরের সৌন্দর্য উপভোগ করা যায়।
[৫] সবার শেষে যেতে পারেন ঝিনুকের খামারে, যেখানে আপনি সতেজ সামুদ্রিক খাবারটি উপভোগ করতে পারবেন।