শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে আশাবাদী : পাইলট

নিজস্ব প্রতিবেদক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে খুব একটা চমক নেই। তামিম ইকবাল আগে থেকেই সরে যেয়ে যা একটু চমক দিয়েছিলেন। সম্প্রতি জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দল নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট।

[৩] মাহমুদউল্লাহর নেতৃত্বে এই দলে রয়েছে তারুণ্যের আধিপত্য। আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, নাঈম শেখ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদরা আছেন। কোভিড পরিস্থিতিতে টি-টোয়েন্টি দলে ধারাবাহিক ছিলেন তারাই। বিশ্বকাপ দলেও তারা জায়গা পেলেন।

[৪] এই দল নিয়ে পাইলটের মতামত, আজকে বিসিবি বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। আমার মনে হয়, খুবই সুন্দর দল দিয়েছে। কোভিডের কারণে সম্প্রতি খুব বেশি দল পরিবর্তন করা সম্ভব হয়নি। যে দলগুলো ছিল সেখান থেকেই খেলোয়াড়দের নেওয়া হয়েছে। অনেকে সমালোচনা করতে পারেন একে বা ওকে নিলো হতো। করোনা পরিস্থিতির কারণে খুব বেশি খেলোয়াড়দের যাচাই করা যায়নি। সম্প্রতি খেলা ১৫ জনের দলকে রেখেই দল ঘোষণা করা হয়েছে।

[৫] ব্যাটিং অর্ডার থেকে শুরু করে বোলিংয়ে দারুণ কম্বিনেশন দেখছেন সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান, টপ অর্ডারে নাঈম, সৌম্য, লিটন আছে। তার পরে আছে মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, আফিফ, সোহান, শামীম, নাসুম, শরীফুল, শেখ মেহেদী ও তাসকিন আছে। তারা কিন্তু সবশেষ সিরিজেও দলে ছিল। ব্যাকআপ আছে রুবেল ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। খুবই সুন্দর কম্বিনেশন। আমি আশা করি বাংলাদেশ দল ভালো করবে।

[৬] তিনি আরও বলেন, দলে অলরাউন্ডারের মধ্যে সাইফউদ্দিন, সাকিব আছে। স্পিনার নাসুম, বিপ্লব ব্যাকআপ, মেহেদী অফস্পিনার। তাসকিন, শরিফুল, মোস্তাফিজ আছে, ব্যাকআপ রুবেল। দারুণ কম্বিনেশন। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সিরিজে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে দল গড়া হয়েছে। আরও দুই একজনকে যোগ করা হয়েছে।

[৭] এই দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন পাইলট, যারা এখানে এসেছেন, সুযোগ পেয়েছেন, তাদের অভিনন্দন। আমি নিশ্চিত তারা ভালো পারফর্ম করবে।

[৮] তাদের শুভকামনা জানালেন তিনি, বাংলাদেশ টিমের প্রত্যেক সদস্যকে আমার পক্ষে থেকে অনেক শুভেচ্ছা। আমি আশা করি বাংলাদেশ দল অনেক ভালো করবে। সবাই দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য। গুডলাক মাহমুদউল্লাহ রিয়াদ, গুডলাক টাইগার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়