সাকিবুল আলম:[২] মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো প্রদেশের তুলা শহরে ভারি বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যায় এ হতাহতের ঘটনা ঘটেছে। অতিবৃষ্টির ফলে তুলা নদীর পানি উথলে উঠে বন্যার সৃষ্টি হয়। রয়টার্স, বিবিসি
[৩] হিদেলগো শহরের গভর্নর ওমর ফায়েদ স্থানীয় মিডিয়াকে জানিয়েছে, মৃত ১৭ জনের মধ্যে ১৫ কিংবা ১৬ জনই করোনা রোগী ছিলেন। বন্যার পানি হাসপাতালে ঢুকে গিয়ে বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। এতে হাসপাতালের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। অক্সিজেনের অভাবেই রোগীদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
[৪] বন্যা ও দুর্যোগ পীড়িত জনগণকে সহায়তা করতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করেছে মেক্সিকো সরকার। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ জানিয়েছেন, হাসপাতালে ১৭ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এনডিটিভি
[৪] জরুরি উদ্ধারকর্মীরা তুলা শহরের হাসপাতালটি থেকে ৫৬ জন রোগীকে উদ্ধার করেছে। মেক্সিকো সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষনে দেখা গেছে, বন্যার কারণে দুই হাজারের বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে বলে জানা যায়।