সুস্থির সরকার: [২] নেত্রকোণা সীমান্তে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভরতপুর ও উত্তর বারমারী এলাকায় মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে শাড়ীগুলো জব্দ করেছে।
[৩] ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল এ এস এম জাকারিয়া স্বাক্ষরিত বুধবার দুপুর দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
[৪] প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েব সুবেদার মো.ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সমন্বয়ে ১৩ সদস্যের একটি টিম মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভরতপুর ও বারমারী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভরতপুর ও বারমারী এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করা হয়।
[৫] এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আটককৃত সকল মালামাল বুধবার দুপুরে নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে বলে জানানো হয়ে বিজ্ঞপ্তিতে।
ৃৃৃৃ