আমিরুল ইসলাম: [৩] তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, বর্তমান নির্বাচন কমিশন গঠন পদ্ধতি সংবিধানসম্মত নয়। গত দুইবারের মতো এবারও সরকারের তাবেদারদের নিয়েই নির্বাচন কমিশন গঠিত হবে!
[৪] সংবিধানসম্মতভাবে নির্বাচন কমিশন গঠন না করায় আগের মতোই হবে। নির্বাচন কমিশন গঠন করার জন্য আইন করার কথা থাকলেও কোনো রাজনৈতিক দলই সেটা করে না। নির্বাচন কমিশন গঠন করার জন্য আইন করা প্রয়োজন।
[৫] যারা নিরপেক্ষ, সরকারের তাবেদার হবেন না, দক্ষ ও যোগ্য, নির্বাচন কমিশনের কাজকর্ম বুঝতে পারবেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন, এমন লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
[৬] গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী বলেন, নির্বাচন ও নির্বাচন কমিশনের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই। কেউ নির্বাচন কমিশন নিয়ে চিন্তা করে না। কিছুই ভাবে না মানুষ নির্বাচন কমিশন নিয়ে । রাজনীতি ও রাজনৈতিক দল নিয়েও আগ্রহ নেই মানুষের।
[৭] গণমাধ্যমে কেন নির্বাচন নিয়ে খবর দেয়? তারা কি বুঝতে পারেন না যে এই খবর কেউ পড়ে না। নির্বাচন সম্পর্কে মানুষের আগ্রহ আছে কিনা- এই বিষয়ে গবেষণা করা যেতে পারে। যেটা নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই সেটা নিয়ে আলাপ করারও কোনো মানে হয় না!