শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ভিয়েনায় ফুলেল শুভেচ্ছা

আনিসুল হক, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে: [২] সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আয়োজনে আন্তর্জাতিক তিনটি (উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ত্রয়োদশ সম্মেলন, স্পিকার্স অব পার্লামেন্টসের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজম সংক্রান্ত প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে) সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এসেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

[৩] রোববার, (৫ সেপ্টেম্বর) দুপুরে কাতার এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

[৪] ওই সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার উপ-প্রধান রাহাত বিন জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মো: তারাজুল ইসলাম এবং দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলম।

[৫] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের সদস্যগণ হলেন, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি, গ্লোরিয়া ঝর্না সরকার এমপি, মোঃ এনামুল হক উপসচিব, সৈয়দ মোঃ ওবায়দুল্লা, ডিপুটি সার্জেন্ট অফ আর্মস। এছাড়াও রয়েছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন।

[৬] ৬, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আইপিইউর উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ার পার্লামেন্টের সহযোগিতায় এসব সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ, আব্দুল্লাহ মামুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়