শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে সাত দিনেও খোঁজ মেলেনি শিশু নুসরাতের

এ.এইচ.সবুজ: [২] গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়া চালা গ্রামের নিজ বাড়ি থেকে নুসরাত সামিয়া(৩) নামে এক শিশু সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুর বাবা সুরুজ মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন।

[৩] শিশুর বাবা সুরুজ মিয়া জানান, গত ৩০ আগষ্ট সোমবার সকালে শিশুর মা শিশুটিকে ঘরে বসিয়ে রেখে মাঠ থেকে গরু আনতে বেরিয়ে যায়। বাড়ি ফিরে ঘরের ভেতরে শিশুটিকে না পেয়ে আশপাশের বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। নুসরাত সামিয়ার গায়ের রঙ ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল সেলোয়ার ও হলুদ রঙের গেঞ্জি। এ ঘটনায় গত ৩০ আগষ্ট শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

[৪] মা মাসুমা বেগম সন্তান নুসরাত সামিয়ার জন্য ব্যাকুল। তিনি বলেন, আমার মেয়ে (নুসরাত) সবেমাত্র একটু কথা বলা শিখেছে। শিশুর মা যাকে সামনে পাচ্ছেন তাকেই সন্তানের সন্ধান চেয়ে অনুরোধ করছেন।

[৫] গতকাল রোববার সকালে নুসরাত সামিয়ার ভাই মো. মাহফুজ গাজীপুর সিটি প্রেসক্লাবে হাজির হয়ে বোনের সন্ধানে সাংবাদিকদের সহায়তা চায়। নুসরাত সামিয়ার সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন। মুঠোফোনে যোগাযোগঃ নুসরাত সামিয়ার বাবা সুরুজ মিয়া : ০১৯৯৪৭৬০৭৪ ও ভাই মো: মাহফুজ- ০১৯৩৯৩৯০৪০৭।

[৬] পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নুসরাত সামিয়ার সন্ধান পেতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়