শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবন বীমায় নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন !

মারুফ মালেক : [২] জীবন বীমা কর্পোরেশনের এমডি জহিরুল হকসহ কমিটির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে ৪০ কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং পরীক্ষা বাতিলের দাবিতে সচেতন নাগরিক সমাজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

[৩] মানববন্ধনে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, যোগ্যদের কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে নিয়োগ বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেন।

[৪] বক্তারা বলেন, জীবন বীমা কর্পোরেশনে কর্মচারী নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ২০২০ সালে নভেম্বরে দুদকের চিঠি পেয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

[৫] সম্প্রতি ওই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আগের থেকে আরও ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির উচ্চমান সহকারী, অফিস সহকারী এবং অফিস সহায়কের ৫১২টি পদে নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে অন্তত ৪০ কোটি টাকা লেনদেন হয়েছে বলে বক্তরা বলেন।

[৬] এ বিষয়ে, জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. জহুরুল হক বলেন, এই নিয়োগ পরিক্ষায় কোন প্রকার দুর্নীতি হয়নি। একটি সিন্ডিকেট আগের ম্যানেজম্যান্টের সাথে হাত করে নিয়োগ বাণিজ্য করতে চেয়েছিলো। আমাদের বর্তমান কমিটি সেটা হতে দেয়নি। ব্যার্থ হয়ে তারা এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

[৭] মানববন্ধন থেকে তিন দফা দাবি করা হয়। তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁসকৃত সকল পরীক্ষা বাতিল করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়