শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবন বীমায় নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন !

মারুফ মালেক : [২] জীবন বীমা কর্পোরেশনের এমডি জহিরুল হকসহ কমিটির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে ৪০ কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং পরীক্ষা বাতিলের দাবিতে সচেতন নাগরিক সমাজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

[৩] মানববন্ধনে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, যোগ্যদের কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে নিয়োগ বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেন।

[৪] বক্তারা বলেন, জীবন বীমা কর্পোরেশনে কর্মচারী নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ২০২০ সালে নভেম্বরে দুদকের চিঠি পেয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

[৫] সম্প্রতি ওই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আগের থেকে আরও ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির উচ্চমান সহকারী, অফিস সহকারী এবং অফিস সহায়কের ৫১২টি পদে নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে অন্তত ৪০ কোটি টাকা লেনদেন হয়েছে বলে বক্তরা বলেন।

[৬] এ বিষয়ে, জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. জহুরুল হক বলেন, এই নিয়োগ পরিক্ষায় কোন প্রকার দুর্নীতি হয়নি। একটি সিন্ডিকেট আগের ম্যানেজম্যান্টের সাথে হাত করে নিয়োগ বাণিজ্য করতে চেয়েছিলো। আমাদের বর্তমান কমিটি সেটা হতে দেয়নি। ব্যার্থ হয়ে তারা এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

[৭] মানববন্ধন থেকে তিন দফা দাবি করা হয়। তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁসকৃত সকল পরীক্ষা বাতিল করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়