শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত খালেদা জিয়া

শিমুল মাহমুদ: [২] শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা। গুলশান ২ খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। প্রায় ঘণ্টাখানেক সময় দুজনের মধ্যে ব্যক্তিগত সৌজন্যমূলক আলোচনা হয়। বাংলাট্রিবিউন

[৩] সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে দিলারা চৌধুরী বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পর্যায়ের সৌজন্যমূলক সাক্ষাৎ। তার (খালেদা জিয়া) পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটি সুন্দর সম্পর্ক আছে। দীর্ঘদিন তিনি অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম’।

[৪] খালেদা জিয়াকে কেমন দেখলেন- এমন প্রশ্নে দিলারা চৌধুরী বলেন, ‘উনি মেন্টালি খুব স্ট্রং। উনার মধ্যে ডিসেন্সি আছে, কাউকে বকাঝকা করে তিনি কিছু বলেন না। এই যে জিয়াউর রহমানের কবর নিয়ে কী সব হচ্ছে, উনি কোনও কটু কথা বলেননি’।

[৫] শারীরিকভাবে কেমন দেখলেন- জবাবে দিলারা চৌধুরী বলেন, ‘ওনার শরীরটা বেশি ভালো নেই, হাঁটতে কষ্ট হয়। চিকিৎসার বিষয়েও তেমন কিছু বলেননি। তবে একজন চিকিৎসক তার নিয়মিত খোঁজ-খবর রাখছেন, এতে তিনি খুব প্লিজড।’

[৬] দিলারা চৌধুরী বলেন, ‘বেগম জিয়ার শারীরিক কন্ডিশন বলছে তার উন্নত চিকিৎসা দরকার, দেশের বাইরে নেওয়া দরকার। স্বাস্থ্যগত দিক থেকে (বিদেশে নিতে পারলে) খুব ভালো হতো এটা আমি মনে করি। দেশের কতো যদু-মধু বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, তাহলে উনি কেনো পারবেন না। এটা অন্যায়’।

[৭] আলাপের এক ফাঁকে আফগানিস্তান ও বাংলাদেশ নিয়েও কথা বলেন খালেদা জিয়া। দিলারা চৌধুরী বলেন, উনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ এলে তিনি বলেছেন, আল্লাহই জানেন কী হবে।

[৮] দিলারা চৌধুরী আরও বলেন, ‘আমার হাজব্যান্ডের ইন্তেকালের পর তার সঙ্গে দেখা হয়েছিলো। আমাদের এবারের দেখাটা একেবারেই সৌজন্যমূলক। দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়