শিরোনাম
◈ ভারত-পা‌কিস্তান দ‌লের জন্য রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দেয়া হ‌চ্ছে, দাবি শ্রীলঙ্কার ◈ নির্বাচনি প্রচারের ৭ দিনে ৪২ সংঘর্ষ, নিহত ৪, পুলিশের সমালোচনা ◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত খালেদা জিয়া

শিমুল মাহমুদ: [২] শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা। গুলশান ২ খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। প্রায় ঘণ্টাখানেক সময় দুজনের মধ্যে ব্যক্তিগত সৌজন্যমূলক আলোচনা হয়। বাংলাট্রিবিউন

[৩] সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে দিলারা চৌধুরী বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পর্যায়ের সৌজন্যমূলক সাক্ষাৎ। তার (খালেদা জিয়া) পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটি সুন্দর সম্পর্ক আছে। দীর্ঘদিন তিনি অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম’।

[৪] খালেদা জিয়াকে কেমন দেখলেন- এমন প্রশ্নে দিলারা চৌধুরী বলেন, ‘উনি মেন্টালি খুব স্ট্রং। উনার মধ্যে ডিসেন্সি আছে, কাউকে বকাঝকা করে তিনি কিছু বলেন না। এই যে জিয়াউর রহমানের কবর নিয়ে কী সব হচ্ছে, উনি কোনও কটু কথা বলেননি’।

[৫] শারীরিকভাবে কেমন দেখলেন- জবাবে দিলারা চৌধুরী বলেন, ‘ওনার শরীরটা বেশি ভালো নেই, হাঁটতে কষ্ট হয়। চিকিৎসার বিষয়েও তেমন কিছু বলেননি। তবে একজন চিকিৎসক তার নিয়মিত খোঁজ-খবর রাখছেন, এতে তিনি খুব প্লিজড।’

[৬] দিলারা চৌধুরী বলেন, ‘বেগম জিয়ার শারীরিক কন্ডিশন বলছে তার উন্নত চিকিৎসা দরকার, দেশের বাইরে নেওয়া দরকার। স্বাস্থ্যগত দিক থেকে (বিদেশে নিতে পারলে) খুব ভালো হতো এটা আমি মনে করি। দেশের কতো যদু-মধু বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, তাহলে উনি কেনো পারবেন না। এটা অন্যায়’।

[৭] আলাপের এক ফাঁকে আফগানিস্তান ও বাংলাদেশ নিয়েও কথা বলেন খালেদা জিয়া। দিলারা চৌধুরী বলেন, উনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ এলে তিনি বলেছেন, আল্লাহই জানেন কী হবে।

[৮] দিলারা চৌধুরী আরও বলেন, ‘আমার হাজব্যান্ডের ইন্তেকালের পর তার সঙ্গে দেখা হয়েছিলো। আমাদের এবারের দেখাটা একেবারেই সৌজন্যমূলক। দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়