শিরোনাম
◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত খালেদা জিয়া

শিমুল মাহমুদ: [২] শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা। গুলশান ২ খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। প্রায় ঘণ্টাখানেক সময় দুজনের মধ্যে ব্যক্তিগত সৌজন্যমূলক আলোচনা হয়। বাংলাট্রিবিউন

[৩] সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে দিলারা চৌধুরী বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পর্যায়ের সৌজন্যমূলক সাক্ষাৎ। তার (খালেদা জিয়া) পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটি সুন্দর সম্পর্ক আছে। দীর্ঘদিন তিনি অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম’।

[৪] খালেদা জিয়াকে কেমন দেখলেন- এমন প্রশ্নে দিলারা চৌধুরী বলেন, ‘উনি মেন্টালি খুব স্ট্রং। উনার মধ্যে ডিসেন্সি আছে, কাউকে বকাঝকা করে তিনি কিছু বলেন না। এই যে জিয়াউর রহমানের কবর নিয়ে কী সব হচ্ছে, উনি কোনও কটু কথা বলেননি’।

[৫] শারীরিকভাবে কেমন দেখলেন- জবাবে দিলারা চৌধুরী বলেন, ‘ওনার শরীরটা বেশি ভালো নেই, হাঁটতে কষ্ট হয়। চিকিৎসার বিষয়েও তেমন কিছু বলেননি। তবে একজন চিকিৎসক তার নিয়মিত খোঁজ-খবর রাখছেন, এতে তিনি খুব প্লিজড।’

[৬] দিলারা চৌধুরী বলেন, ‘বেগম জিয়ার শারীরিক কন্ডিশন বলছে তার উন্নত চিকিৎসা দরকার, দেশের বাইরে নেওয়া দরকার। স্বাস্থ্যগত দিক থেকে (বিদেশে নিতে পারলে) খুব ভালো হতো এটা আমি মনে করি। দেশের কতো যদু-মধু বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, তাহলে উনি কেনো পারবেন না। এটা অন্যায়’।

[৭] আলাপের এক ফাঁকে আফগানিস্তান ও বাংলাদেশ নিয়েও কথা বলেন খালেদা জিয়া। দিলারা চৌধুরী বলেন, উনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ এলে তিনি বলেছেন, আল্লাহই জানেন কী হবে।

[৮] দিলারা চৌধুরী আরও বলেন, ‘আমার হাজব্যান্ডের ইন্তেকালের পর তার সঙ্গে দেখা হয়েছিলো। আমাদের এবারের দেখাটা একেবারেই সৌজন্যমূলক। দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়