শিরোনাম
◈ শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের শেষ চারে জায়গা পাকা ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধ চাই না, শান্তি চাই, তবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার সব রকম প্রস্তুতি থাকতে হবে: প্রধানমন্ত্রী  

সমীরণ রায় ও জেরিন আহমেদ: [২] নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা আরও বলেন, পদোন্নতিতে টিআরএসিই-ট্রেস (টেবুলেটেড রেকর্ড অ্যান্ড কম্পারেটিভ ইভালুয়েশন) এটা একটা আধুনিক পদ্ধতি। এই পদ্ধতির ভিত্তিতেই জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে যারা দক্ষতার সঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনী পরিচালনা করবে, তাদের নির্বাচিত করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলবে। তাহলে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হবে।

[৩] রোববার (০৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের নৌ এবং বিমানবাহিনী সদর দপ্তরে গণভন থেকে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২১ এ (প্রথম পর্ব) ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনীর মর্যাদা লাভ করেছে। আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা। যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছে। রাষ্ট্র পরিচালনায় যখনই প্রয়োজন হবে তখনই সশ্রস্ত্র বাহিনী মানুষের পাশে থাকবে। একই সঙ্গে করোনাকালীন সময়ে নৌ ও বিমান বাহিনীসহ সব প্রতিষ্ঠান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছে, ধন্যবাদ জানাই।

[৪] তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্পষ্ট বলতে চাই, ‘যুদ্ধ চাই না, শান্তি চাই’। শান্তি ছাড়া কোনো দেশের উন্নতি সম্ভব নয়। যুদ্ধ ধ্বংস ডেকে আনে। কিন্তু বহিঃশত্রুরা যদি আক্রমণ করে, দেশকে রক্ষায় সব রকম প্রস্তুতি থাকতে হবে। সব সময় প্রশিক্ষণ এবং সরঞ্জামাদির দিক থেকে যতোটুকু ক্ষমতা আছে, তার মধ্যেই সেভাবে প্রশিক্ষণও অব্যহত রাখতে হবে। নতুন নতুন প্রযুক্তি আসছে। প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে বিশ্ব। আধুনিক বিশ্বের সঙ্গে যেন তাল মিলিয়ে চলতে পারি, সেই প্রস্তুতিও থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। দক্ষতার সঙ্গে প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছি।

[৫] অনুষ্ঠানের নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।

[৬] আইএসপিআর জানায়, নৌবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত নৌ বাহিনীর নির্বাচনী পর্ষদের মাধ্যমে ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন লে. কমান্ডার থেকে কমান্ডার পদবিতে পদোন্নতির জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের মাধ্যমে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে যোগ্য প্রার্থীদের পদোন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়