নিউজ ডেস্ক: তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে ট্রেন মিনিবাস সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। স্থানীয় সময় শনিবার সকালে তেকিরদাগ প্রদেশের এরগেন রেলস্টেশনে কাছে এ দুর্ঘটনা ঘটে। ডিবিসি
কেরকেজ শহরের দিকে যাওয়া একটি মালবাহী ট্রেনের সাথে একটি ফ্যাক্টরির কর্মচারীদের বহনকারী মিনিবাসের সাথে সংঘর্ষ হয়। তারা সবাই রাত্রীকালীন শিফট শেষে বাড়ি ফিরছিলেন। এর আগে ২০১৮ সালে করলু শহরের কাছে ট্রেন লাইনচ্যুত হয় ২৫ জন প্রাণ হারান।