সুজন কৈরী :[২] ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভূক্ত মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম- সাকিব।
[৩] শনিবার সকাল পৌনে ৭টায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০। গ্রেপ্তার সাকিব দক্ষিন কেরানীগঞ্জ থানায় গত ৭ জুলাই নারী ও শিশুনির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলার আসামি। গ্রেপ্তারের সময় সাকিবের কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ২৩৫টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই রাতে কাজ শেষে বন্ধুর সঙ্গে ভুক্তভোগী বাসা যাচ্ছিলেন। পথে দক্ষিণ কেরাণীগঞ্জের চন্ডিতলা নামক এলাকায় সাকিব তার সহযোগীরা তাকে দলবদ্ধ ধর্ষণ করেন।
[৫] গ্রেপ্তারের পর সাকিব র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার পর থেকে সাকিব দেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াতেন। গ্রেপ্তার সাকিবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।