হাসান তাকী: [২] দীর্ঘ দিন পর শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক কমিটি সরাসরি কাউন্সিলরদের ভোটে গঠন করা হয়েছে। এড. কাজী খান আহবায়ক ও বিল্লাল বেপারী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
[৩] শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, কেন্দ্রীয় গাজীপুর জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রীপুর পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের ৫ জন করে মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
[৪] এসময় কাজী খান ৪০ ভোট পেয়ে আহবায়ক নির্বাচিত হয়েছেন। মো. বিল্লাল হোসেন বেপারী ৩৪ ভোট পেয়ে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
[৫] নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল বাবুল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মচিব কাজী সায়্যেদুল আলম বাবুল।