রাহুল রাজ: [২] ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮ রান। তৃতীয় ওভারে বল হাতে নেন সাকিব আল হাসান। স্ট্রাইকে ছিলেন রাচিন রবীন্দ্র।
[৩] প্রথম বল ডট, পরের বলে ছক্কা খান বাঁহাতি স্পিনার। পরের বলও মেরে খেলতে চেয়ে ভুল করেন রাচিন। ৯ বলে ১০ রান করে বোল্ড হন তিনি। সাকিব ১৬ রানে ভাঙেন নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটি। এর পরে নাসুম তুলে নেন ব্যন্ডকে ফিরিয়ে দেন।
নিউজিল্যান্ড: ৬ ওভারে ২৮/২