শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার

সুজন কৈরী :[২] ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ী ও ফকিরাপুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব ও ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটকরা হলেন- আয়নাল হক, আশিক সরদার, মোস্তাক দেওয়ান এবং ইসমাইল হোসেন।

[৩] আটকদের কাছ থেকে ২৫ হাজার ৪পিস ইয়াবা, ৯৯ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ (সিঙ্গেল কেবিন), একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন ও নগদ নয় হাজার ৬২০ টাকা জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

[৪] বুধবার বিকেলে র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে ব্যাটালিয়নের একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ লাখ ১ হাজার ২০০ টাকা মূল্যের পাঁচ হাজার ৪ পিস ইয়াবাসহ মোস্তাককে আটক করা হয়।

[৫] একই রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল ফেন্সিডিলসহ ইসমাইলকে আটক করে।

[৬] আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, আটকরা পেশাদার মাদক চোরাকারবারি। বেশ কিছুদিন ধরে তারা দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।

[৭] ডিএমপির গোয়েন্দা (ডিবি)গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বলেন, প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় আনার তথ্য পেয়ে মঙ্গলবার ফকিরাপুলের রাধুনী বিলাস রেস্তোরাঁর সামনে অভিযান চালানো হয়। এ সময় ফকিরাপুল এলাকায় অবস্থান নিয়ে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। তখন প্রাইভেটকার রেখে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে আয়নাল ও আশিককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে প্রাইভেটকারের ড্রাইভিং ও সামনের সিটের নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৮] পুলিশ কর্মকর্তা বলেন, আটককৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়