শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, ফকির আলমগীরসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতি সংসদের শোক প্রকাশ

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেশবরেণ্য গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। গত ১৩তম অধিবেশন শেষ হওয়ার পর এই ১৪তম অধিবেশন শুরুর আগ পর্যন্ত যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ।

[৩] বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে সংসদের ১৪তম অধিবেশনে তাদের নামে শোকপ্রস্তাব আনেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

[৪] তিনি বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ইতোমধ্যে সাবেক একজন প্রতিমন্ত্রী ও ছয়জন সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন সাবেক সংসদ সদস্য (নবম জাতীয় সংসদ, কুষ্টিয়া-১ আসন) আফাজ উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য (প্রথম জাতীয় সংসদ, তৎকালীন রংপুর-২২ আসন) তোফাজ্জল হোসেন সরকার, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য (এমএনএ, ১৯৭০) আলহাজ জামাল উদ্দিন আহম্মদ, সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী (দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম জাতীয় সংসদ, ময়মনসিংহ-৫,৮,৯ আসন), সাবেক সংসদ সদস্য মো. রেজা খান (চতুর্থ জাতীয় সংসদ, জামালপুর-৫ আসন) অধ্যাপিকা জাহানারা বেগম, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য (পঞ্চম জাতীয় সংসদ, সংরক্ষিত নারী আসন ও ষষ্ঠ জাতীয় সংসদ, রাজবাড়ী-১ আসন) এবং সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন (চতুর্থ জাতীয় সংসদ, ঢাকা-৮ আসন)।

[৫] এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেশবরেণ্য গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, 'সালাম সালাম হাজার সালাম' গানের গীতিকার ফজল-এ-খোদা, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা এস এ সামাদ, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ গণহত্যার তথ্য ও প্রতিবেদন বিশ্ববাসীর নিকট প্রচারকারী ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং, জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মা শামসুন্নাহার বেগম, সংসদ সদস্য মমতা হেনা লাভলীর মা আনোয়ারা খানম, নুর উদ্দিন চৌধুরী নয়নের মা মনোয়ারা বেগম, সাবেক তথ্য কমিশনার ও সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মুছা মিয়া সিআইপি, সংসদ সচিবালয়ের সাবেক সচিব আবুল হাশেম এবং সংসদ সচিবালয়ের পরিচ্ছন্নতাকর্মী শ্রী শংকরের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

[৬] প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে এ সংসদ গভীর শোক প্রকাশ করছে।

[৭] নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে হতাহত, চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে হতাহত, ক্যারিবিয় দ্বীপরাষ্ট্র হাইতিতে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোকপ্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়