শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাশকতা মামলায় বিএনপি'র শামীম, বক্কর ও সুফিয়ানসহ ১৫ নেতার জামিন

রিয়াজুর রহমান : [২] বুুধবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিন টায় সুপ্রিম কোর্টে বিচারপতি হাবিবুল গনি ও রিয়াজ উদ্দীন খানের আদালত তাদেরকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো: ইদ্রিস আলী।

[৩] জামিনপ্রাপ্ত নেতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন। মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এড. আশরাফ জালাল খান মনন, ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

[৪] চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বিএনপির সংঘর্ষের পর পুলিশের দায়ের করা নাশকতা মামলায় উচ্চ আদালত এই ১৫ নেতার জামিন দেন।

[৫] আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

[৬] উল্লেখ্য, গত ২৯ মার্চ চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নাশকতার অভিযোগে এনে সিএমপির কোতোয়ালি থানায় দুইটি মামলা দায়ের করেন পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়