স্পোর্টস ডেস্ক: [২] প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫ ওভার মেডেন বল করার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। তবে এই তালিকায় পিছিয়ে নেই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
[৩] মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচেই ২৫টি মেডেন ওভার দেওয়ার রেকর্ড গড়েন নারিন। সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন ৪ ওভার বল করে ১টি মেডেন ওভার করেন। ১৬ রান দিয়ে ১উইকেটও নেন।
[৪] আগে থেকেই অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়ার মালিক হয়ে গিয়েছিলেন সুনীল নারিন। মঙ্গলবার ২৫টি মেডেন ওভার করার রেকর্ডও গড়ে ফেলেন তিনি।
[৫] এই ম্যাচে সেন্ট লুসিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। নারিনের নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। ২৭ রানে জিতে যান সুনীল নারিনরা
[৬] এই তালিকায় সুনীলের থেকে খুব পিছিয়ে নেই সাকিব আল হাসান। তিনি ২৩ ওভার মেডেন দিয়েছেন। স্যামুয়েল ব্যাড্রি আবার ২২ ওভার মেডেন দিয়েছেন। এই তালিকায় চারে রয়েছেন মোহাম্মদ ইরফান। তিনি ২০ ওভার মেডেন দিয়েছেন। আর প্রবীণ কুমার ১৯ ওভার মেডেন দিয়েছেন।
[৭] টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়া বোলারের তালিকা :-
সুনীল নারিন - ২৫ (৮৩২৮)
সাকিব আল হাসান - ২৩ (৭০৯২)
স্যামুয়েল বদ্রি - ২২ (৪১২৫)
মোহাম্মদ ইরফান - ২০ (৩৩৪০)
প্রাভিন কুমার - ১৯ (৩৬৯৫), ক্রিকইনফো