শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতে ২৫ ওভার মেডেনের অনন্য নজির গড়লেন সুনীল নারিন

স্পোর্টস ডেস্ক: [২] প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫ ওভার মেডেন বল করার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। তবে এই তালিকায় পিছিয়ে নেই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

[৩] মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচেই ২৫টি মেডেন ওভার দেওয়ার রেকর্ড গড়েন নারিন। সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন ৪ ওভার বল করে ১টি মেডেন ওভার করেন। ১৬ রান দিয়ে ১উইকেটও নেন।

[৪] আগে থেকেই অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়ার মালিক হয়ে গিয়েছিলেন সুনীল নারিন। মঙ্গলবার ২৫টি মেডেন ওভার করার রেকর্ডও গড়ে ফেলেন তিনি।

[৫] এই ম্যাচে সেন্ট লুসিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। নারিনের নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। ২৭ রানে জিতে যান সুনীল নারিনরা

[৬] এই তালিকায় সুনীলের থেকে খুব পিছিয়ে নেই সাকিব আল হাসান। তিনি ২৩ ওভার মেডেন দিয়েছেন। স্যামুয়েল ব্যাড্রি আবার ২২ ওভার মেডেন দিয়েছেন। এই তালিকায় চারে রয়েছেন মোহাম্মদ ইরফান। তিনি ২০ ওভার মেডেন দিয়েছেন। আর প্রবীণ কুমার ১৯ ওভার মেডেন দিয়েছেন।

[৭] টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়া বোলারের তালিকা :-

সুনীল নারিন - ২৫ (৮৩২৮)
সাকিব আল হাসান - ২৩ (৭০৯২)
স্যামুয়েল বদ্রি - ২২ (৪১২৫)
মোহাম্মদ ইরফান - ২০ (৩৩৪০)
প্রাভিন কুমার - ১৯ (৩৬৯৫), ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়