শিরোনাম
◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ ◈ ফজরের পর কবরস্থানে দেখা গেল গা শিউরে ওঠা দৃশ্য! (ভিডিও) ◈ মিছিলে ডামি রাইফেল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রো‌হিত ও কোহলির ব‌্যা‌টে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে জয় পে‌য়ে হোয়াইটওয়াশ এড়া‌লো ভারত ◈ জুলাই সনদ বাস্তবায়নের খসড়া উপস্থাপনে অপারগ জাতীয় ঐকমত্য কমিশন: এনসিপি ◈ প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না, তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা ◈ নিরাপত্তাহীনতায় ভুগ‌ছেন খে‌লোয়াড়রা, ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেপ্তার ১ ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ১ ◈ রেইনবো নেশন তত্ত্ব কী, বিএনপি কি পারবে এটি বাস্তবায়ন করতে? ◈ আদানিকে বাঁচাতে এলআইসির মাধ্যমে ৩.৯ বিলিয়ন ডলার বিনিয়োগের গোপন পরিকল্পনা মোদি সরকারের

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতে ২৫ ওভার মেডেনের অনন্য নজির গড়লেন সুনীল নারিন

স্পোর্টস ডেস্ক: [২] প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫ ওভার মেডেন বল করার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। তবে এই তালিকায় পিছিয়ে নেই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

[৩] মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচেই ২৫টি মেডেন ওভার দেওয়ার রেকর্ড গড়েন নারিন। সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন ৪ ওভার বল করে ১টি মেডেন ওভার করেন। ১৬ রান দিয়ে ১উইকেটও নেন।

[৪] আগে থেকেই অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়ার মালিক হয়ে গিয়েছিলেন সুনীল নারিন। মঙ্গলবার ২৫টি মেডেন ওভার করার রেকর্ডও গড়ে ফেলেন তিনি।

[৫] এই ম্যাচে সেন্ট লুসিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। নারিনের নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। ২৭ রানে জিতে যান সুনীল নারিনরা

[৬] এই তালিকায় সুনীলের থেকে খুব পিছিয়ে নেই সাকিব আল হাসান। তিনি ২৩ ওভার মেডেন দিয়েছেন। স্যামুয়েল ব্যাড্রি আবার ২২ ওভার মেডেন দিয়েছেন। এই তালিকায় চারে রয়েছেন মোহাম্মদ ইরফান। তিনি ২০ ওভার মেডেন দিয়েছেন। আর প্রবীণ কুমার ১৯ ওভার মেডেন দিয়েছেন।

[৭] টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়া বোলারের তালিকা :-

সুনীল নারিন - ২৫ (৮৩২৮)
সাকিব আল হাসান - ২৩ (৭০৯২)
স্যামুয়েল বদ্রি - ২২ (৪১২৫)
মোহাম্মদ ইরফান - ২০ (৩৩৪০)
প্রাভিন কুমার - ১৯ (৩৬৯৫), ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়