শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওভাল টেস্টে অনিশ্চিত ইশান্ত, দলে ফিরতে পারেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক: [২] লিডস টেস্টে বল হাতে ভারতের সিনিয়র পেসার ইশান্ত শর্মার প্রাপ্তি শুধুই হতাশা। তৃতীয় টেস্টে ২২ ওভার বল করে ৯২ রান দিলেও উইকেট অধরা। যার জেরেই ওভাল টেস্টে ইশান্তের উপস্থিতি আপাতত অনিশ্চিত। হেডিংলেতে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ইনিংসে ও ৭৬ রানে হারার পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্টকে ভাবার কথা বলেছেন বিশেষজ্ঞমহলের একাংশ। রুটদের বিরুদ্ধে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে একদিনও খেলানো হয়নি।

[৩] লিডস টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয় হলেও ভারতীয় বোলারা রুটদের সেভাবে আটকাতে পারেননি। যার ফলেই রানের পাহাড়ে (৪৩২ রান) পৌঁছে যায় রুটব্রিগেড। সামি-বুমরা-সিরাজরা উইকেট পেলেও শিকে ছেঁড়েনি ইশান্তের। ম্যাচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি ইশান্ত শর্মার বোলিং পারফরম্যান্স নিয়ে মুখ না খুললেও, ওভাল টেস্টে ভারতের বোলিং বিভাগে পরিবর্তন আসতে পারে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

[৪] নটিংহ্যাম টেস্টে না খেললেও লর্ডস ও লিডস টেস্ট মিলিয়ে মোট ৫৬ ওভার বল করেছিলেন ভারতীয় পেসার ইশান্ত। তবে উইকেট প্রাপ্তিটা খুব একটা আহামরি নয়। দুই টেস্ট মিলিয়ে তার ঝুলিতে এসেছে মাত্র ৫টি উইকেট। সিরিজ এখন ১-১ ফলে দাঁড়িয়ে। ওভাল টেস্টে বিরাটরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার চোট খুব একটা গুরুতর না হলেও, তাকে দলে না নিয়ে তার বদলে অশ্বিনকে দলে নিতে পারেন কোহলিরা।

[৫] তিনি বেশ ভালো ফর্মে রয়েছেন। তাকে খেলানো হলে ওভালে সুবিধা পেতে পারে টিম ইন্ডিয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় কোহলি ও টিম ম্যানেজমেন্ট এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়