শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৭:৪০ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওভাল টেস্টে অনিশ্চিত ইশান্ত, দলে ফিরতে পারেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক: [২] লিডস টেস্টে বল হাতে ভারতের সিনিয়র পেসার ইশান্ত শর্মার প্রাপ্তি শুধুই হতাশা। তৃতীয় টেস্টে ২২ ওভার বল করে ৯২ রান দিলেও উইকেট অধরা। যার জেরেই ওভাল টেস্টে ইশান্তের উপস্থিতি আপাতত অনিশ্চিত। হেডিংলেতে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ইনিংসে ও ৭৬ রানে হারার পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্টকে ভাবার কথা বলেছেন বিশেষজ্ঞমহলের একাংশ। রুটদের বিরুদ্ধে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে একদিনও খেলানো হয়নি।

[৩] লিডস টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয় হলেও ভারতীয় বোলারা রুটদের সেভাবে আটকাতে পারেননি। যার ফলেই রানের পাহাড়ে (৪৩২ রান) পৌঁছে যায় রুটব্রিগেড। সামি-বুমরা-সিরাজরা উইকেট পেলেও শিকে ছেঁড়েনি ইশান্তের। ম্যাচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি ইশান্ত শর্মার বোলিং পারফরম্যান্স নিয়ে মুখ না খুললেও, ওভাল টেস্টে ভারতের বোলিং বিভাগে পরিবর্তন আসতে পারে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

[৪] নটিংহ্যাম টেস্টে না খেললেও লর্ডস ও লিডস টেস্ট মিলিয়ে মোট ৫৬ ওভার বল করেছিলেন ভারতীয় পেসার ইশান্ত। তবে উইকেট প্রাপ্তিটা খুব একটা আহামরি নয়। দুই টেস্ট মিলিয়ে তার ঝুলিতে এসেছে মাত্র ৫টি উইকেট। সিরিজ এখন ১-১ ফলে দাঁড়িয়ে। ওভাল টেস্টে বিরাটরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার চোট খুব একটা গুরুতর না হলেও, তাকে দলে না নিয়ে তার বদলে অশ্বিনকে দলে নিতে পারেন কোহলিরা।

[৫] তিনি বেশ ভালো ফর্মে রয়েছেন। তাকে খেলানো হলে ওভালে সুবিধা পেতে পারে টিম ইন্ডিয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় কোহলি ও টিম ম্যানেজমেন্ট এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়