শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আইপিএলে ডাক পেলেন আরেক বাঙালি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :[২] আঙুলের চোটের কারণে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। এবার আইপিএলের দ্বিতীয়ভাগ থেকেও ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন স্ন্দুর। রয্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের এই অলরাউন্ডারের ইনজুরিতে প্রথমবার আইপিএলে ডাক পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি ক্রিকেটার আকাশ দীপ।

[৩] এক বিবৃতেত আরসিবি জানায়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আঙুলে চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। বাংলার পেস বোলার ও ফ্র্যাঞ্চাইজির নেট বোলার আকাশ দীপকে সুন্দরের বিকল্প হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আরসিবিতে।

[৪] ২৪ বছরের আকাশ দীপ বাংলার নির্ভরযোগ্য পেসার। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে প্রথমবার অভিষেক হয়েছিল ঘরোয়া ক্রিকেটে। গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন।

[৫] প্রথমবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়ার পর আকাশ দীপ বলেন, আগের বছর রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছি। বিশ্বসেরা ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখেছি। তবে আমার পছন্দের দল ছিল আরসিবি সবসময়। আমি এই দলের হয়ে খেলতেও চেয়েছিলাম। সেদিক থেকে বলতে গেলে স্বপ্ন সত্যি হওয়ার মত আমার কাছে।

[৬]এখনও পর্যন্ত ২১ উইকেট নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটো। ভারতের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। সেটাই এই ফরম্যাটে তাঁর সেরা পারফরম্যান্স। নেট বোলার থেকে এবার আইপিএলের মঞ্চ। নিজেকে মেলে ধরতে মরিয়া তরুণ এই পেসার।

[৭]উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আতিরাতে শুরু হবে আইপিএল-র বাকি লেগ। ইতিমধ্যেই বেশিরভাগ দল পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করেছে। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়