সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে কক্সবাজারের নাফ নদীতে ভাসতে থাকা বিকল নৌযানের এক পর্যটকের ফোন কলে নারী ও শিশুসহ ৩৮ পর্যটক উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে বিকল নৌযানটি মেরামত করে পর্যটদের নিরাপদে সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে।
[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুরিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় টেকনাফের নাফ নদী থেকে ফোন করে জানান, তারা ১২ জন নারী ও ২ শিশুসহ ৩৮ জন পর্যটক টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌযানে (ট্রলার) যাত্রা করেছিলেন। পর্যটকদের মধ্যে ঢাকা, কুমিল্লা, রাজশাহীর এবং স্থানীয় কয়েকজন ছিলেন।
[৪] যাত্রার কিছুক্ষণ পর তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও মাঝি ইঞ্জিন ঠিক করতে পারেননি। কোনও উপায় না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেছেন এবং তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি টেকনাফ থানা পুলিশ এবং নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। সংবাদ পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি উদ্ধারকারী দল একজন ইঞ্জিন মেরামতকারী মেকানিকসহ রওনা দেয়।
[৬] উদ্ধারকারী পুলিশ দলের এএসআই মিজান ৯৯৯ কে ফোনে জানান, তারা পর্যটকদের জন্য খাবার ও পানীয় নিয়ে গিয়েছিলেন। যেহেতু সেখানে নারী ও শিশু ছিলো, সেগুলি তাদের সরবরাহ করা হয়। এরপর মেকানিক ইঞ্জিন মেরামত করে দিলে পর্যটকদের নিয়ে ট্রলারটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপদে পৌঁছে যায়।